পাওয়ার বব ছবি: সংগৃহীত
বড়দিনের পার্টি, নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক প্রস্তুতির সময় এসে গিয়েছে। উৎসবের আবহে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান সকলেই। বাহারি পোশাক, রূপটান তো আছেই। তবে সাজগোজর অঙ্গ হিসাবে মুখের সঙ্গে মানানসই কেশসজ্জাও গুরুত্বপূর্ণ। বড়দিন ও বর্ষশেষের উৎসবে মেতে ওঠার আগে চুলে আনুন নতুনত্বের ছোঁয়া। রইল কয়েকটি হাল ফ্যাশানের চুলের ছাঁটের সন্ধান।
১) পাওয়ার বব
নব্বইয়ের দশকে এই ধরনের চুলের ছাঁট বেশি প্রচলিত ছিল।এখন আবার এইরকম চুলের ছাঁট ফিরে আসছে। পাওয়ার বব কাটলে চেহারায় একটি আত্মবিশ্বাসী ছাপ পড়ে।
২) লেয়ার্ড বব
চুল কয়েকটি ভাগে কাটা হয়।ধাপে ধাপে নেমে আসে লেয়ার্ড বব।এই ছাঁটে চেহারায় একটি ধ্রূপদী ছাপ আসে। চুলও ঘন দেখায়।
৩) দ্য লব
চুলের এই ছাঁটটি সব ধরনের মুখের সঙ্গে মানানসই হয়। লব কাটিং বিভিন্ন প্রকারের হতে পারে। তবে চুলের ঘনত্ব অনুযায়ী বেছে নিতে হবে কোনটি আপনাকে মানাবে।
৪) ফেস ফ্রেমিং লেয়ার
যাঁদের চুল বেশ লম্বা, তাঁরা চুল কাটার আগে স্বাভাবিক ভাবেই দু’বার ভাবেন। তবে চুলের এই ছাঁটের ক্ষেত্রে মুখের সামনের দিকের চুল কাটা হয়। পিছন দিকের চুল লম্বাই থাকে।
৫) লম্বা লেয়ার
যাঁদের চুল একেবারে সোজা, তাঁদের মুখে বেশ মানানসই লম্বা লেয়ার। চুল ঘন হলে বেশি ভাল দেখায়, তবে পাতলা চুলেও মানানসই। কিন্তু চুল কোঁচকানো হলে এই ছাঁট বিশেষ কিছুই বোঝা যায় না।
৬) সাইড ব্যাগস
মুখের আকৃতি গোল হলে বেশ মানানসই হবে সাইড ব্যাগস। চুলের এই ছাঁটে মুখের আকৃতির বিশাল কোনও পরিবর্তন হয় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy