টনসিলের ব্যথা যে কী জিনিস তা যারা এই সমস্যা ভোগেন তারাই জানেন। মরসুম বদল তো বাদই দিন, একটু বৃষ্টি হলে, ঠান্ডা লেগে গেলে বা ভুল করে ভিজলেই টনসিল ফুলে ঢোল। সেখান থেকে ব্যথা ছড়িয়ে কান, মাথা ঝিমঝিম। কখনও সখনও আবার জ্বরও। আর যদি প্রবল গরমে ঠান্ডা দল বা আইসক্রিম খেয়ে ফেলেন তাহলে তো কথাই নেই। সঙ্গে সঙ্গেই টনলিস জানান দিতে থাকে তার মহিমা। জেনে নিন টনলিস থেকে রেহাই পাওয়ার ১০ ঘরোয়া টোটকা।
আরও পড়ুন: আপনার কি ফ্যাটি লিভার? জেনে নিন ১০ লক্ষণ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy