Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ইলেকট্রনিক্সের বিপুল বিশ্ব

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজেই বিষয়টি নিয়ে স্নাতক বা জেনারেল স্তরে পড়াশোনা করা যায়

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৭:৫০
Share: Save:

প্রশ্ন: দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি ইলেকট্রনিক্স নিয়ে স্নাতক স্তরে পড়তে চাই। কোথায় পড়া যায়? উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কেমন? কী ধরনের চাকরি পাওয়া যায়?

অরুণ মিত্র, হাওড়া

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজেই বিষয়টি নিয়ে স্নাতক বা জেনারেল স্তরে পড়াশোনা করা যায়। যেমন—

• গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ

www.dacollege.org

• আশুতোষ কলেজ

www.asutoshcollege.in

• বিদ্যাসাগর কলেজ ফর উইমেন

http://vcfw.org

• বিদ্যাসাগর কলেজ

www.vidyasagarcollege.edu.in

• সুরেন্দ্রনাথ ইভনিং কলেজ

www.surendranatheveningcollege.com

• যোগেশচন্দ্র চৌধুরী কলেজ

http://jogeshchaudhuricollege.org

• বেহালা কলেজ

www.behalacollege.in

• বিবেকানন্দ কলেজ

www.vckolkata63.org

• জয়পুরিয়া কলেজ

www.sajaipuriacollege.in

• মেদিনীপুর কলেজ

www.midnaporecollege.ac.in

• বর্ধমান রাজ কলেজ

www.burdwanrajcollege.ac.in

• বাঁকুড়া খ্রিস্টান কলেজ

www.bankurachristiancollege.in

• কাটোয়া কলেজ

http://katwacollege.ac.in

• ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ

http://brsnc.in

• আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ

www.apccollege.ac.in

• ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ

www.rbccollege.ac.in

• ভৈরব গাঙ্গুলি কলেজ

www.bhairabganguly

college.ac.in

• ডিরোজিয়ো মেমোরিয়াল কলেজ

http://dmc.ac.in

• দমদম মতিঝিল কলেজ

www.dumdummotijheel

college.in

• ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজ

http://mmbkp.in ইত্যাদি

রাজ্যের বাইরে

• শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ

www.svc.ac.in

• হংসরাজ কলেজ

www.hansrajcollege.ac.in

• আচার্য নরেন্দ্র দেব কলেজ

http://andcollege.du.ac.in

• দীনদয়াল উপাধ্যায় কলেজ

http://dducollegedu.ac.in

• তেগবাহাদুর খালসা কলেজ

www.sgtbkhalsadu.ac.in

• মহারাজা অগ্রসেন কলেজ

http://mac.du.ac.in

• ভাস্করাচার্য কলেজ অব অ্যাপ্লায়েড সায়েন্স

www.bcas.du.ac.in

• শহিদ রাজগুরু কলেজ অব অ্যাপ্লায়েড সায়েন্স ফর উইমেন

www.rajgurucollege.com

• কেশব মহাবিদ্যালয়

http://keshav.du.ac.in

• রাজধানী কলেজ

http://rajdhanicollege.ac.in

• জাকির হোসেন কলেজ

www.zakirhusaindelhicollege.ac.in

• শ্রী অরবিন্দ কলেজ

www.aurobindo.du.ac.in

• অনুগ্র নারায়ণ কলেজ

www.ancpatna.ac.in

• ইনস্টিটিউট অব এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন

www.iehe.ac.in

• এম বি খালসা কলেজ

www.mbkhalsacollege.com

• ভবন’স ত্রিপুরা কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

www.btcstagartala.org

• ডি এম কলেজ অব সায়েন্স

http://dmcollege.ac.in ইত্যাদি।

ভর্তি

উচ্চমাধ্যমিক বা সমতুল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া যায় ইলেকট্রনিক্সে অনার্স পড়তে গেলে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে (বা সমতুল পরীক্ষায়) পদার্থবিদ্যা ও গণিত বিষয়টি থাকা বাধ্যতামূলক। ভর্তির প্রক্রিয়া অনেকখানি নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপরে। বর্তমান সি.বি.সি.এস. পাঠ্যক্রম অনুযায়ী ৬টি সিমেস্টারের মাধ্যমে তিন বছরে অনার্স কোর্সটি সম্পূর্ণ হয়। রাজ্যের বাইরে কিছু প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারে ছাত্রছাত্রীরা।

সঙ্গে বিষয়

নতুন সি.বি.সি.এস. পাঠ্যক্রম অনুযায়ী, প্রথম চারটি সিমেস্টারে জেনারেল ইলেক্টিভ বিষয়ে পদার্থবিদ্যা ও গণিত নিতে হয়। এই চারটি সিমেস্টারে এই দুটি বিষয়কে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমতো দুটি ভাগে পড়তে পারে। এক-একটি সিমেস্টারে একটি করেই বিষয় (পদার্থবিদ্যা বা গণিত) পড়তে হয়।

স্নাতকের পর

• বিভিন্ন বহুজাতিক সফটওয়্যার সংস্থা, ইলেকট্রনিক মিডিয়াতে চাকরির সুযোগ আছে। ইলেকট্রনিক মিডিয়াতে চাকরির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন কাজ— যেমন ব্রডকাস্টিং, এডিটিং, রিপোর্টিং, স্ক্যানিং-সহ আরও অনেক কাজের সুযোগ রয়েছে।

• বিভিন্ন বৃত্তিমূলক স্বল্প সময়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করে অনুরূপ চাকরির ক্ষেত্রে সুযোগ, বা স্বনিযুক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। বিভিন্ন স্বল্প সময়ের পাঠ্যক্রমের মধ্যে ভি.এল.এস.আই, নেটওয়ার্কিং, লার্ন-কোডিং, (জাভা/পাইথন), এম্বেডেড সিস্টেম, পি.সি.বি. নকশা প্রস্তুতি, রোবোটিক্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন-এর মতো বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীরা বৃত্তিমূলক পড়াশোনা করে সেই মতো চাকরিতে যোগ দিতে পারে। ইলেকট্রনিক সায়েন্স একটি প্রয়োগমূলক বিষয় বলে এই বিষয়ের ছাত্রছাত্রীরা স্বনিযুক্তি প্রকল্পেও এগিয়ে আসতে পারে। এই ধরনের প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মোবাইল রিপেয়ারিং, এলইডি নকশা প্রস্তুতি, গৃহস্থালি সংক্রান্ত বিভিন্ন ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি ও তাদের রক্ষণাবেক্ষণ, ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্যকরণ প্রভৃতি।

• স্নাতকোত্তর করে শিক্ষকতা, গবেষণা বা উচ্চতর চাকরির দিকে যাওয়ারও সুযোগ রয়েছে।

রাজ্যের মধ্যে স্নাতকোত্তর

• কলিকাতা বিশ্ববিদ্যালয়-এর রাজাবাজার সায়েন্স কলেজ: ইলেকট্রনিক্স; রেডিয়ো-পদার্থবিদ্যা, ইন্সট্রুমেন্টেশন, অপ্টো-ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি (বি টেক)।

www.caluniv-ucsta.net

• গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ: ইলেকট্রনিক্স

• যাদবপুর বিশ্ববিদ্যালয়: ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন।

www.jaduniv.edu.in

• পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়: ইলেকট্রনিক্স

www.wbsubregistration.org

• আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ: ইলেকট্রনিক্স

• বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়: ইলেকট্রনিক্স ইত্যাদি

রাজ্যের বাইরে স্নাতকোত্তর

• দিল্লি বিশ্ববিদ্যালয়

www.du.ac.in

• সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়

www.unipune.ac.in

• সর্দার পটেল বিশ্ববিদ্যালয় www.spuvvn.edu

• দি অক্সফোর্ড কলেজ অব সায়েন্স www.theoxford.edu/college_of_science

• গুজরাত বিশ্ববিদ্যালয়

www.gujaratuniversity.ac.in

• বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়

www.bujhansi.ac.in

• মাদ্রাজ বিশ্ববিদ্যালয় (চেন্নাই)

www.unom.ac.in

• দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়

http://ddugu.ac.in

• শিবাজি বিশ্ববিদ্যালয় (মহারাষ্ট্র)

www.unishivaji.ac.in

• গোয়া বিশ্ববিদ্যালয়

www.unigoa.ac.in ইত্যাদি

উচ্চতর শিক্ষা ও গবেষণা

ইলেক্ট্রনিক্সে এম টেক, এম ফিল, এমসিএ করার পাশাপাশি নেট ও সেট পাশ করে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে রেডিয়ো-পদার্থবিদ্যা, ন্যানো-প্রযুক্তি, সলিড-স্টেট পদার্থবিদ্যা, ইন্সট্রুমেন্টেশন, অপ্টো-ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স, ফোটোনিক্স, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটেশন-এর ওপর উপরের সমস্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা যায়। এ ছাড়াও দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি ও অন্যান্য বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স নিয়ে পিএইচ ডি করা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল—

• ইনস্টিটিউট অব ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি

www.inst.ac.in

• রোবোটিক্স রিসার্চ সেন্টার

https://robotics.iiit.ac.in

• ফোেটানিক্স রিসার্চ ল্যাবরেটরি

www.cense.iisc.ac.in

• টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ

www.tifr.res.in

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা

www.iiserkol.ac.in প্রভৃতি।

কাজ

ইলেকট্রনিক্সে উচ্চশিক্ষার পর ছাত্রছাত্রীদের আইটিআই (www.itiltd-india.com), ডিআরডিও (www.drdo.gov.in), এআইআর (prasarbharati.gov.in), পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, এসএআইএল (www.sail.co.in), এনটিপিসি লিমিটেড (www.ntpc.co.in), ইন্ডিয়ান রেলওয়েজ (www.indianrailways.gov.in), এনপিএল (www.nplindia.in), ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (www.bel-india.in), ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (https://www.bhel.com), টেলিকমিউনিকেশন, বিভিন্ন ন্যাশনালাইজড ও প্রাইভেট ব্যাঙ্ক, চিকিৎসাযন্ত্র ক্ষেত্র, পাওয়ার সেক্টর, হার্ডওয়্যার উৎপাদন, গৃহস্থালি সংক্রান্ত ইলেকট্রনিক পণ্য উৎপাদন, ভিএলএসআই নকশা প্রস্তুতি, তথ্য ও সম্প্রচার প্রভৃতি বহু ক্ষেত্রে চাকরির সুযোগ আছে। এ ছাড়াও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতাতেও নিযুক্ত হওয়া যায়।

অন্য বিষয়গুলি:

Education Electronics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE