Advertisement
০২ নভেম্বর ২০২৪

জঙ্গি পাহারায় বন্দি ২২ বিধায়ক

জঙ্গি পাহারায় ২২ জন বিধায়ককে ‘বন্দি’ করে ক্ষমতা দখল করতে চাইছেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও এমনই অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান শাসক টি আর জেলিয়াং। কয়েক দিন ধরে নাগাল্যান্ডে শাসক জোটের প্রধান শরিক এনপিএফ-এ তুমুল অন্তর্দ্বন্দ্ব চলছে। দলীয় সভাপতি সুরহজেলি ও জেলিয়াংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একাংশ বিধায়ক সদ্য অপসারিত শিল্পমন্ত্রী জি কাইটো আয়েকে নেতা নির্বাচিত করেন।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৫ ০২:৪৩
Share: Save:

জঙ্গি পাহারায় ২২ জন বিধায়ককে ‘বন্দি’ করে ক্ষমতা দখল করতে চাইছেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও এমনই অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান শাসক টি আর জেলিয়াং।

কয়েক দিন ধরে নাগাল্যান্ডে শাসক জোটের প্রধান শরিক এনপিএফ-এ তুমুল অন্তর্দ্বন্দ্ব চলছে। দলীয় সভাপতি সুরহজেলি ও জেলিয়াংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একাংশ বিধায়ক সদ্য অপসারিত শিল্পমন্ত্রী জি কাইটো আয়েকে নেতা নির্বাচিত করেন। বিরোধী গোষ্ঠীর দাবি, তাঁদের পক্ষে ২২ জন এনপিএফ বিধায়ক ও ৩ জন বিজেপি বিধায়ক রয়েছেন। জেলিয়াং সরকার সংখ্যালঘু। তাঁকে অপসারণ করার দাবি নিয়ে বিরোধী গোষ্ঠী রাজ্যপাল পদ্মনাভ বালকৃষ্ণ আচার্যের সঙ্গেও দেখা করে। জেলিয়াংয়ের পাল্টা দাবি, সাংসদ রিওর নেতৃত্বে কয়েক জন বিধায়ক ব্যক্তিগত স্বার্থের জন্য সরকার ভাঙতে চাইছেন। আজ তিনি অভিযোগ তোলেন, রিও ২২ জন বিধায়ককে তাঁর বাসভবনে আটকে রেখেছেন। গোটা এলাকা পাহারা দিচ্ছে জঙ্গি সংগঠনের সশস্ত্র সদস্যরা। বিধায়কদের ফোন কেড়ে নেওয়া হয়েছে।

২০০৩ থাকে ২০১৪ পর্যন্ত তিন দফায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী থাকা নেফিয়ু রিও বর্তমানে লোকসভা সাংসদ। দলীয় সূত্রে খবর, কেন্দ্রে এনডিএ জোট সরকারের শরিক এনপিএফ-এর রিও মন্ত্রীত্ব না পেয়ে ফের রাজ্যের ক্ষমতা নিজের হাতে নিতে চান। আয়েকে সামনে রেখে বিকল্প সরকার গঠনের চেষ্টা করছেন। রাজ্যে তীব্র অর্থসঙ্কট চলছে। সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য ৩ হাজার কোটি টাকা সাহায্য চেয়েছিলেন জেলিয়াং। তিনি বলেন, “প্রধানমন্ত্রী রাজ্যকে সঙ্কট থেকে বাঁচাতে আমাকে দিল্লিতে ডেকেছেন। কিন্তু, রিও গোষ্ঠী সমস্যা তৈরি করে আমাকে রাজ্যে আটকে রেখেছে।” তিনি জানিয়েছেন, জঙ্গিদের নজরদারিতে বিধায়কদের আটকে রাখার বিষয়টি নিয়ে পুলিশ রিপোর্ট পেলে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে।

অন্য বিষয়গুলি:

nagaland t r zeliang neiphiu rio
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE