Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
NCRB

NCRB Data: কেন্দ্রীয় রিপোর্টই বলছে, দেশে রোজ খুন হন গড়ে ৮০ জন, রোজ ধর্ষিতা হন ৭৭ জন মহিলা

বুধবার প্রকাশিত হয়েছে এনসিআরবি-এর রিপোর্ট। ২০২০ সালে দেশে ২৯,১৯৩টি খুনের মামলা হয়। যা গত বছরের তুলনায় এক শতাংশ বেশি।

প্রকাশিত হয়েছে এনসিআরবি-র রিপোর্ট।

প্রকাশিত হয়েছে এনসিআরবি-র রিপোর্ট। প্রতীকি ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৩
Share: Save:

২০২০ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর অপরাধ তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতে প্রতিদিন ৮০টি খুন এবং ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। খুনের সংখ্যার নিরিখে প্রথম স্থানে উত্তরপ্রদেশ। ধর্ষণের ঘটনায় সবার চেয়ে এগিয়ে রাজস্থান।

বুধবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে, ২০২০ সালে দেশে ২৯,১৯৩টি খুনের মামলা হয়। যা গতবছরের তুলনায় এক শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ২০২০ সালে খুন হয়েছেন ৩,৭৭৯ জন, যা দেশে সর্বোচ্চ। তার পরেই আছে বিহার (৩,১৫০), মহারাষ্ট্র (২,১৬৩), মধ্যপ্রদেশ (২,১০১), পশ্চিমবঙ্গ (১,৯৪৮)। রাজধানী দিল্লিতে ২০২০ সালে খুনের ঘটনা ঘটেছে ৪৭২টি।

এ বার দেখা যাক কী বলছে ধর্ষণের পরিসংখ্যান। এনসিআরবি-র তথ্য বলছে, ২০২০ সালে দেশে প্রতিদিন ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সারা বছরে এই সংখ্যা ২৮,০৪৬। তবে দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা কমেছে। ২০১৯ সালের চেয়ে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যা ৮.৩ শতাংশ কমে হয়েছে ৩,৭১,৫০৩।

এনসিআরবি-র তথ্য বলছে, ধর্ষণের ঘটনায় দেশে সবচেয়ে এগিয়ে মরুরাজ্য রাজস্থান। সেখানে শুধুমাত্র ২০২০ সালে ৫,৩১০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ। সেখানে বছরে ২,৭৬৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার পর রয়েছে মধ্যপ্রদেশ (২,৩৩৯) এবং মহারাষ্ট্র (২,০৬১)। ২০২০ সালে দেশে ১০৫টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে।

অন্য বিষয়গুলি:

NCRB rape Murder Uttar Pradesh Rajasthan West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy