নয়া সেনাপ্রধান এম এম নরবণে। —ফাইল চিত্র
দায়িত্ব নিয়েই পাকিস্তানের দিকে ‘গোলা’ ছুড়লেন নয়া সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি দিয়ে বললেন, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভিযান যে আবার যে কোনও সময় চলতে পারে তার ইঙ্গিত দিয়ে এম এম নরবণের তোপ, ‘‘নাশকতা ঠেকাতে সন্ত্রাসের উৎসস্থলে যে কোনও সময় আঘাত হানার অধিকার আমাদের রয়েছে।’’ যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকবে, ভারতীয় সেনাকে সে ভাবে তৈরি রাখাই তাঁর লক্ষ্য হবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান।
পূর্বতন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত কেন্দ্রের নতুন তৈরি চিফ অব ডিফেন্স স্টাফ সিডিএস পদে যোগ দিয়েছেন। সেই জেনারেল রাওয়তের জায়গায় মঙ্গলবার সকালেই দায়িত্বভার নিয়েছেন জেনারেল নরবণে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেওয়ার কৌশল নিয়েছি। পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে, তা হলে আমাদের অধিকার রয়েছে সন্ত্রাসের ঘাঁটিতে অভিযান চালানো।’’
পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। আবার ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকে পিওকে-তে একাধিক জঙ্গি লঞ্চ প্যাড আরও সক্রিয় হয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ‘‘আমরা জানি, বিভিন্ন লঞ্চ প্যাডে জঙ্গিরা ভারতে ঢোকার সুযোগের অপেক্ষায় রয়েছে। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত সেই চ্যালেঞ্চের মোকাবিলা করতে।’’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তানের মদতে সন্ত্রাসী কার্যকলাপ চললে, তার জবাব দেওয়ার জন্য অনেক বিকল্প রয়েছে ভারতের কাছে।’’
সন্ত্রাসকে কূটনীতির কাজে ব্যবহার করার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে নতুন নয়। সেই বিষয়টিই আরও উস্কে দিয়ে অন্য সংবাদ সংস্থা এএনআই-কে সেনাপ্রধান বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ বরাবরই সন্ত্রাসকে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা দীর্ঘ দিন ধরে চলতে পারে না। সব সময় সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না।’’
সন্ত্রাস সারা বিশ্বের কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই সন্ত্রাসবাদের শিকার ভারত সবচেয়ে বেশি হয়েছে বলে মনে করেন জেনারেন নরবণে। তাঁর মন্তব্য, ‘‘এখন বিভিন্ন দেশে জঙ্গি হানার মতো ঘটনা ঘটছে। এখন তাঁরা বুঝতে পারছেন সন্ত্রাস কত বড় বিপদ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy