ছবি সাংসদের টুইটারের সৌজন্যে।
মাটি জমে বন্ধ হয়ে গিয়েছে। জল যাচ্ছে না। তাই পড়ুয়ারা শৌচালয় ব্যবহার করতে পারছে না। স্কুল পরিদর্শনে গিয়ে এ কথা শুনতে পান স্থানীয় বিজেপি সাংসদ জনার্দন মিশ্র।
এ কথা শুনে এক মুহূর্ত অপেক্ষা করেননি তিনি। সটান চলে যান স্কুলের শৌচালয়ে। বিষয়টা নিজের চোখে দেখেন। সে সময় সঙ্গে শৌচালয় পরিষ্কার করার মতো কেউ ছিলেন না। ছিল না কোনও উপকরণও। এ সবের তোয়াক্কা না করে খালি হাতেই শৌচাগারের প্যান থেকে মাটি পরিষ্কার করতে শুরু করেন সাংসদ।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। মধ্যপ্রদেশের রেওয়ার খাজুয়া গ্রামে বিজেপি সাংসদের শৌচালয় পরিষ্কারের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিও টুইট করার পর ইতিমধ্যেই ১৮০০-এর বেশি শেয়ার হয়ে গিয়েছে। লাইক হয়েছে তিন হাজারের বেশি।
रीवा जिले के स्वच्छ भारत मिशन अंतर्गत ग्राम पंचायत भुशुड़ी में जन सम्पर्क के दौरान प्राथमिक विद्यालय में बंद पड़े शौचालय की सफाई की।@narendramodi @rshuklabjp @ChouhanShivraj @SwachhBharatGov @swachhbharat pic.twitter.com/LayhnwLlQo
— Janardan Mishra (@Janardan_BJP) February 15, 2018
আরও পড়ুন: ক্লাসে পড়ুয়ার বদলে ছাগল! পরিদর্শনে গিয়ে চমকে উঠলেন শিক্ষামন্ত্রী
কেবল শৌচালয় পরিষ্কার নয়, স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ হিসেবে এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে এই বিজেপি সাংসদকে। যেমন, গত মাসে নই গঢ়ী এলাকার একটি প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জনার্দন মিশ্র। কিন্তু, সেখানে গিয়ে দেখেন অনেক পড়ুয়া স্নান না করে স্কুলে এসেছে। সময় নষ্ট না করে পড়ুয়াদের স্নানের ব্যবস্থা করেন খোদ সাংসদ। নিজেই স্নান করিয়ে দেন পড়ুয়াদের। সেই ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
मैंने अल्हौवा, नई गढ़ी में शासकीय विद्यालय का निरीक्षण किया ,वहां मैंने देखा कि बच्चे कई दिन से नहाये हुए नहीं हैं है , तो मैंने उनमे से एक बच्चे को नहलाया और शिक्षको से कहा कि वे अभिवावकों को कहें कि अपने बच्चों को प्रतिदिन नहलाकर विद्यालय भेंजे |
— Janardan Mishra (@Janardan_BJP) January 23, 2018
22
/01/18 pic.twitter.com/oIWr3cEa2B
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy