মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে এশিয়ার বৃহত্তম সেনা অস্ত্রাগারে আগুনের ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। মঙ্গলবার যে ১৬ জনের মৃত্যু হয়েছিল, তাঁদের মধ্যে ২ জন সেনা অফিসার ছিলেন। এ দিন ঘটনাস্থল থেকে আরও তিনটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
সোমবার গভীর রাতে ওই অস্ত্রাগারে আগুন লাগলে দমকলের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেনা অফিসারেরাও। সেনা সূত্রে জানানো হয়েছে, এ দিন উদ্ধার হওয়া দেহগুলিকে চিহ্নিত করা যায়নি। তবে তাঁরা বাহিনীরই কর্মী বলে তাদের দাবি। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর মঙ্গলবারই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। পরে অবস্থার অবনতি হলে তিন সেনা অফিসারকে বিমানে করে পুণের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।