বিয়ের অনুষ্ঠানে গায়েহলুদের আচার একটি বিশেষ রীতি। ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে সাধারণত এই আচারে হলুদ মাখিয়ে জল বা দুধ দিয়ে বর-কনেকে স্নান করানো হয়ে থাকে। তেমনই একটি অনুষ্ঠানের ভিডিয়ো সমাজামাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। গায়েহলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছে বরকে হলুদ মাখানো হয়েছে। তার পর জল দিয়ে স্নান করানোর বদলে তাঁর গায়ে মদের বোতল উপুড় করে দেওয়া হয়েছে। মাথা থেকে গড়িয়ে পড়ছে সুরার ধারা। ভিডিয়ো দেখে হতবাক নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠানের সময় বর মাটিতে বসে আছেন এবং তাঁর বন্ধুরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন নানা রকম মদের বোতল হাতে নিয়ে। সকলে মিলে বোতল থেকে মদ ঢালতে থাকেন পাত্রের মাথায়। মাথা মুখ বেয়ে মদের ধারা গড়িয়ে পড়তে থাকে বরের। এক সময়ে দেখা যায় তিনি আঁজলা করে সেই মদে চুমুক দিচ্ছেন। জলের বদলে বরের গা থেকে হলুদ তুলে ফেলতে বিয়ার এবং ভদকার মতো মদ ব্যবহার করা হয়েছে বলে ভিডিয়োয় দাবি করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক দিকে বর ও বরের বন্ধুদের আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে। অন্য দিকে কয়েক জন এতে দোষের কিছু ঘটেছে বলে মনে করছেন না। ‘রোজ়ি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এক জন এক্স ব্যবহারকারী এই ঘটনার নিন্দা করে লিখেছেন, ‘‘ভারতীয় বিবাহের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে।’’ আবার অন্য দিকে এক জন লিখেছেন, ‘‘এতে কী সমস্যা? মদ কী ভাবে বিধর্মী? শিব এবং অন্যান্য দেবতারাও মদিরা উপভোগ করেন।’’