Want to book railway coaches or a whole train? 5 things you need to know about it dgtl
IRCTC
এ বার থেকে অনলাইনেই বুক করা যাবে আস্ত ট্রেন!
বরযাত্রী হোক, কনেযাত্রী হোক বা অফিস ট্যুর— এর জন্য এখন অনায়াসেই ট্রেনের একটি বা একাধিক কামরা, এমনকী, প্রয়োজনে গোটা ট্রেনটাই ভাড়া করে নেওয়া যাবে। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
বরযাত্রী হোক, কনেযাত্রী হোক বা অফিস ট্যুর— এর জন্য এখন অনায়াসেই ট্রেনের একটি বা একাধিক কামরা, এমনকী, প্রয়োজনে গোটা ট্রেনটাই ভাড়া করে নেওয়া যাবে। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক।
০২০৬
ইন্ডিয়ান রেলওয়ে ট্যুরিজম অ্যান্ড ক্যাটেরিং কর্পোরেশনের ‘সিঙ্গল উইন্ডো বুকিং সিস্টেম’-এর মাধ্যমে এই পরিষেবা পেতে পারেন আবেদনকারী যাত্রীরা।
০৩০৬
ফেব্রুয়ারি ২০১৮-এ রেলওয়ে বোর্ডের তরফে জারি করা এক নির্দেশিকায় এ কথা জানিয়ে বলা হয়েছে, এ বার থেকে গোটা কাজটাই সেরে নেওয়া যাবে অনলাইনে।
০৪০৬
আগেও একটি আস্ত ট্রেন বা ট্রেনের একাধিক কামরা বুকিংয়ের ব্যবস্থা চালু ছিল। এ জন্য চিফ বুকিং সুপারভাইজার বা সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের কাছে লিখিত আবেদন (এফটিআর বুকিং) জমা দিতে হত।
০৫০৬
ট্রেনের প্রতি কামরা-পিছু সিকিউরিটি ডিপোজিট বাবদ ৫০ হাজার টাকা জমা রাখবে রেল।
০৬০৬
কমপক্ষে ১৮টি বগির একটি ট্রেনও ভাড়া নিতে পারেন। তবে তার জন্য বাড়তি কড়ি খসাতে হবে এবং অন্তত ৫০০ কিলোমিটার যাত্রা বাবদ ভাড়া নির্ধারিত হবে।