চলতি বছরের ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায়, প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে বিপুল ব্যবধানে জিতেছেন ট্রাম্প। আমেরিকার ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে ‘দোদুল্যমান রাজ্য’গুলি (সুইং স্টেট) বড় ভূমিকা নিয়ে থাকে। এ বারের নির্বাচনে সাতটি সুইং স্টেটেই বিজয়ী হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। যা আমেরিকার নির্বাচনে বিরল ঘটনা।
২০২০ সালের ভোটে বাইডেনের কাছে পরাজিত হলেও হার স্বীকার করতে চাননি ট্রাম্প। নিয়ম মেনে হোয়াইট হাউস ছাড়তে নারাজ ছিলেন তিনি। শুধু তা-ই নয়, ট্রাম্পের গোঁড়া সমর্থকদের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ফলে মেয়াদ শেষের এক সপ্তাহ আগে ফের ইমপিচমেন্টের মুখে পড়েন তিনি। সেই নোটিসের তারিখ ছিল ২০২১ সালের ১৩ জানুয়ারি।
প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। যা জানাজানি হলে নির্বাচনী ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন ডোনাল্ড। আর তাই ২০১৬ সালে ভোটের মুখে বন্ধ রাখতে স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি তুলেছিলেন ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি তথা ডেমোক্র্যাট সদস্য অ্যালভিন ব্র্যাগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy