ভারতীয় বায়ুসেনা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
আকাশপথে শত্রুদের কী ভাবে নজর রাখে বায়ুসেনা? সারা বছর বায়ুসেনার জওয়ানরা কী ভাবে সাহসিকতার পরিচয় দেন? সুখোই-৩০এস বা রাফালে যুদ্ধবিমান চালানোর সময় কতটা সতর্ক থাকেন বায়ুসেনার পাইলটরা? বায়ুসেনার এ রকম খুঁটিনাটি নানা ছবি সম্বলিত একটি ভিডিয়ো মঙ্গলবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই ভিডিয়ো পোস্ট করে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
সেই ভিডিয়োতে সুখোই-৩০এস ও রাফাল বিমান উড়তে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কবিতায় ফুটে উঠছে দেশের নিরাপত্তায় ভারতীয় বায়ুসেনার সংকল্প। সেখানে বলা হচ্ছে, ‘‘তুফান দেখে ঘাবড়ে যেতে পারেন আপনি। আপনার পা কাঁপতে পারে। রক্তে থাকা দেশভক্তির সামনে এই তুফান কিছুই না। যখন দেশের নিরাপত্তার জন্য লড়ি তখন আমার চেহারায় গর্বের হাসি ও শত্রুকে শেষ করার প্রতিজ্ঞা ফুটে ওঠে। আমি ভারতীয় বায়ুসেনার জওয়ান।’’ এ ভাবেই বায়ুসেনার বর্ণনা দেওয়া হয়েছে ওই ভিডিয়োতে।
দু’মিনিটের সেই ভিডিয়োতে বায়ুসেনা জওয়ানদের সম্পর্কে বলা হচ্ছে, ‘‘মৃত্যুকে হারিয়ে দেওয়া তাঁদের অভ্যাস।’’ দেখুন সেই ভিডিয়ো—
Indian Air Force wishes all a very Happy New Year 2020.
— Indian Air Force (@IAF_MCC) December 31, 2019
भारतीय वायु सेना की ओर से सभी को नव वर्ष की हार्दिक शुभकामनाएं।#HappyNewYear2020 #IndianAirForce #NewYearEve pic.twitter.com/QZ2b2sUyVZ
আরও পড়ুন: উদ্ধবের সমালোচনা করায় ব্যক্তির গায়ে কালি ঢাললেন শিবসেনা সমর্থকরা, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: চিন সীমান্তে স্থায়ী সমাধান খুঁজতে চান নয়া সেনাপ্রধান নরবণে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy