বরুণ গ্রোভার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে গোটা দেশ জুড়ে এখনও বিক্ষোভ অব্যাহত। সিএএ ও এনআরসি-র বিরোধিতা করে মুখ খুলেছেন শিল্পীরাও। এনআরসি-র প্রতিবাদে লেখক ও কমেডিয়ান বরুণ গ্রোভার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন নিজেরই বলা একটি কবিতার ভিডিয়ো। আর বরুণের সেই প্রতিবাদ দেখে উচ্ছ্বসিত প্রতিবাদীরা সুর মিলিয়েছেন তাঁর কবিতায়।
কবিতার সেই ভিডিয়ো পোস্ট করে বরুণ লিখেছেন, ‘‘ভারতপ্রেমী সমস্ত প্রতিবাদীর স্বতস্ফূর্ততা থেকে অনুপ্রেরণা পেয়েছি।’’ সঙ্গে এই কবিতা সকলকে ব্যবহারের জন্য অনুমতিও দিয়েছেন তিনি। কবিতার নাম, ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’। অর্থাৎ, ‘আমি কাগজ দেখাব না’। এনআরসি সংক্রান্ত কাগজ না দেখানোর কথাই তিনি বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে।
সেই কবিতায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘একনায়করা আসে যায়। দ্য এনআরসি পেপার আমরা দেখাব না। টিয়ার গ্যাসের সাহায্যে তুমি আমাদের অন্ধ করত পার, জলে বিষ মেশাত পারো। তবুও কাগজ দেখাব না।’’ শুনুন বরুণের সেই কবিতা—
এই কবিতা আপলোড করার পরই প্রায় ছ’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। শশী তারুর ও সিতারাম ইয়েচুরির মতো রাজনীতিবিদরাও সেই ভিডিয়ো শেয়ার করে প্রশংসা করেছেন বরুণের।
Hat tip to @VarunGrover: https://t.co/u8nTiTLWvT https://t.co/YUl4Bq8EfY
— Shashi Tharoor (@ShashiTharoor) December 21, 2019
Thank you @varungrover, for giving India this brilliant anthem to resist this anti-people government and its draconian moves on CAA and NRC. https://t.co/5PMaKrgTvX
— Sitaram Yechury (@SitaramYechury) December 21, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy