জঙ্গল সাফারিতে গিয়ে জিপ থেকে পড়ে গেলেন মা-মেয়ে। পড়লেন একদম একশৃঙ্গ গন্ডারের মুখের সামনে! তার পর? এমনই একটি হাড়হিম করা ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে। কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। প্রতি বছর বহু পর্যটক জঙ্গল সাফারি করতে কাজিরাঙায় যান। সম্প্রতি তেমনই একটি পর্যটকদের দল গিয়েছিল সেখানে। তিনটি গাড়ি জঙ্গলের মধ্যে যাওয়ার সময় বিপত্তি ঘটে। রাস্তার বাঁকে গাড়ি থেকে পড়ে যান এক মহিলা এবং তাঁর একরত্তি কন্যা। তাঁরা যেখানে পড়ে যান, তার সামনেই ছিল একটি একশৃঙ্গ গন্ডার। বিপদ ঘটতে পারে ভেবে ভয়ে চিৎকার করে ওঠেন সকলে। চেঁচামেচি শুনে গন্ডারটি অন্য দিকে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গন্ডারটি চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আবার গাড়িতে চড়েন ওই মহিলা। কাজিরাঙা প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাফারির সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, কাজিরাঙা জাতীয় উদ্যান সাধারণত অক্টোবর থেকে মে পর্যন্ত খোলা থাকে। তার পরে বর্ষার মরসুমে দীর্ঘ দিন পর্যটকদের সেখানে ঢুকতে দেওয়া হয় না।