সাপ-বেজির লড়াই। ছবি: টুইটার থেকে নেওয়া।
শিকারির মুখ থেকে বেঁচে ফেরার অনেক ভিডিয়ো সামনে আসে। যদিও এটি শিকার আর শিকারির লড়াই নয়, চির শত্রুর দ্বন্দ্ব, তাও কোবরার বিষাক্ত ছোবল থেকে এক বেজির এভাবে বেঁচে যাওয়ার দৃশ্য খুব একটা ধরা পড়েনি ক্যামেরায়। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা ২৫ নভেম্বর পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, খোলা জায়গায় একটি বেজিছোট অথচ সতর্ক পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। পাশেই ফনা তুলে রয়েছে একটি কোবরা। বেজির সতর্ক দৃষ্টি তার উপরেই ছিল।
এবার সেই চরম মুহূর্ত, যখন চির শত্রুর ক্ষিপ্র, বিষাক্ত ছোবল ধেয়ে আসছে বেজিটির দিকে। কিন্তু শত্রুর এই চাল যেন আগে থেকেই জানত বেজিটিও। তাই ঠিক সময়ে নিজেকে সরিয়ে নিতে পেরেছে সে। বেজিটি তড়িত্ বেগে লাফিয়ে পিছিয়ে আসে।
আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কের বোতলের উপর টিভি, এক পায়ায় দাঁড়িয়ে চেয়ার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি
এই কয়েক মুহূর্তের ভিডিয়োই পোস্ট হয়েছে টুইটারে। আর এর পর লড়াইয়ে কী হল সে সম্পর্কে কিছু জানা যায়নি। ভিডিয়োটি কবে কোথায় রেকর্ড হয়েছে তা উল্লেখ নেই সুশান্ত নন্দার পোস্টে। ভাইরাল হওয়া এই ভিডিয়ো কয়েক হাজার বার দেখেছেন টুইটার ইউজাররা।
আরও পড়ুন: অজয় দেবগণের ‘হাউলি হাউলি’-তে নেচে ভাইরাল এই কনে
দেখুন সাপ-বেজির সেই ভিডিয়ো:
The art of living👌🏽That split second to evade the Cobra & death,matters the most for the mongoose when they square up to each other. The use of the tail as a rudder to navigate & balance when in air is spectacular. pic.twitter.com/J16s3q5iSx
— Susanta Nanda (@susantananda3) November 25, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy