নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ সচিব জন কেরি এবং ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: রয়টার্স।
ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। ভারত সফররত মার্কিন বিদেশ সচিব মঙ্গলবার আবার সাফ জানালেন, ভারতে নাশকতা চালিয়েছে যে সব জঙ্গি সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে পাকিস্তানকে। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লিতে যৌথ সাংবাদিক সম্মলনে কেরি জানিয়েছেন, ভারতে আরও ছ’টি অসামরিক পরমাণু চুল্লি গড়ার লক্ষ্যেও অনেকটা অগ্রসর হয়েছে দুই দেশ।
আরও পড়ুন: উঠল কার্ফু, হুরিয়তের সঙ্গে কথা নিয়ে সংশয়
আন্তরিকতার উষ্ণ আবহে এ দিন সাংবাদিক সম্মেলন করেছেন সুষমা স্বরাজ এবং জন কেরি। ভারতের বিদেশ মন্ত্রীকে এ দিন একাধিক বার শুধু সুষমা বলে সম্বোধন করেছেন কেরি। আন্তরিকতার আবহেই যে বৈঠক করেছেন দু’দেশের বিদেশ দফতরের শীর্ষ কর্তারা, তা বেশ স্পষ্ট ছিল এ দিনের সাংবাদিক বৈঠকে। সুষমা স্বরাজ বলেন, ‘‘আমি জন কেরিকে বলেছি, পাকিস্তানকে লস্কর, জইশ এবং ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।’’ কেরিও সে প্রসঙ্গে আমেরিকার অবস্থান স্পষ্ট করতে কোনও দ্বিধা করেননি। তিনি বলেন, ‘‘আমরা ভাল সন্ত্রাস আর খারাপ সন্ত্রাসের মধ্যে কোনও পার্থক্য দেখি না। সন্ত্রাস সন্ত্রাসই।’’ জন কেরি এও স্পষ্ট করে বুঝিয়ে দেন যে ২৬/১১-র মুম্বই জঙ্গি হানা এবং গত জানুয়ারিতে পাঠানকোটে জঙ্গি হানার পিছনে যাদের হাত, পাকিস্তানকে তাদের শাস্তি সুনিশ্চিত করতেই হবে। ভারতের দাবির প্রতি এ বিষয়েও আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy