দেশ জুড়ে আরও এক বার ‘ইউপিআই’ বিভ্রাট। অনলাইনে অর্থ লেনদেনে সোমবার সকাল থেকে সমস্যা হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন বহু ব্যবহারকারী। কলকাতার পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদের মতো শহরে ইউপিআই সার্ভার ‘ডাউন’ হয়ে গিয়েছিল সকালে। এই নিয়ে গত ৩০ দিনে চতুর্থ বার এই সমস্যা হল। সোমবারের বিভ্রাট নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ন্যাশনাল পেমেন্টস্ কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।
শনিবারই ইউপিআই বিভ্রাটে দেশ জুড়ে সমস্যায় পড়েছিলেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। এনপিসিআই সে দিন বিবৃতি জারি করে জানিয়েছিল, অনবরত যান্ত্রিক গোলযোগের কারণে অনলাইন লেনদেনে সমস্যা হচ্ছে। ত্রুটির জন্য তারা দুঃখপ্রকাশও করেছিল। কয়েক ঘণ্টা পরে পরিষেবা স্বাভাবিক হয়েছিল। ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার সেই সমস্যার মুখোমুখি হলেন ব্যবহারকারীরা। অনেকেই সমাজমাধ্যমে ইউপিআই নিয়ে ক্ষোভ এবং বিরক্তি উগরে দিয়েছেন। অভিযোগ, সার্ভার ‘ডাউন’ থাকার কারণে অনলাইন লেনদেনের সময়ে সংশ্লিষ্ট অ্যাপে কিউআর কোড স্ক্যান করা যাচ্ছে না। অথবা কোনও কোনও ক্ষেত্রে টাকা পাঠিয়ে দেওয়ার পরেও বাতিল হয়ে যাচ্ছে লেনদেন। দোকানে-বাজারে এর ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। দেশের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছে।
আরও পড়ুন:
ইউপিআই ভারতের নিজস্ব অনলাইন লেনদেন ব্যবস্থা। গুগ্ল পে, পেটিএম, ফোন পে-র মতো অ্যাপে ইউপিআই ব্যবহার করে অনলাইনে টাকা আদানপ্রদান করা হয়। নগদের লেনদেন এড়াতে বহু মানুষ ইউপিআই ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এই ব্যবস্থা। কিন্তু ঘন ঘন ইউপিআই-তে সমস্যার কারণে এর স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইউপিআই পরিষেবা বিঘ্নের উপর নজরদারি চালানোর একটি প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’। তার তথ্য বলছে, সোমবার সকালের দিকে অজস্র বিভ্রাটের অভিযোগ এসেছিল। দেশের নানা প্রান্ত থেকে আসা সে সব অভিযোগ খতিয়ে দেখে দেশজোড়া বিভ্রাট সম্বন্ধে নিশ্চিত হয় ‘ডাউন ডিটেক্টর’। সোমবার দুপুর পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা মেলেনি। এনপিসিআই কোনও বিবৃতি দেয় কি না, সে দিকে নজর রয়েছে।