Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Union Budget 2024

‘ইউপিএ আমলে বাজেট বক্তৃতায় বাদ পড়েছিল ২৬ রাজ্য!’ লোকসভায় পাল্টা আঙুল তুললেন নির্মলা

অর্থমন্ত্রী নির্মলা বলেন, ‘‘২০০৪-০৫ সালের বাজেট বক্তৃতায় ১৭টি রাজ্যের নাম উল্লেখ করা হয়নি। তৎকালীন ইউপিএ সাংসদদের কাছে জানতে চাই, ওই ১৭টি রাজ্য কি কেন্দ্রীয় অর্থসাহায্য পায়নি?’’

লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ২১:১৩
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের প্রথম বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কোনও বঞ্চনা করা হয়নি বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় তাঁর অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।

গত ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করেছিলেন নির্মলা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে ‘সরকার বাঁচানোর বাজেট’ বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। পাশাপাশি, বিরোধী শাসিত একাধিক রাজ্যের নাম বাজেট বক্তৃতায় না থাকায় ‘বঞ্চনা’র অভিযোগ উঠেছে। গত ২৪ জুলাই নিয়ে রাজ্যসভায় বক্তৃতা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, ‘‘প্রতিটি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম বলার সুযোগ থাকে না।’’

মঙ্গলবার পূর্বতন ইউপিএ সরকারের বিভিন্ন বাজেটের পরিসংখ্যান তুলে ধরেন নির্মলা। তিনি বলেন, ‘‘২০০৪-০৫ সালের বাজেট বক্তৃতায় ১৭টি রাজ্যের নাম উল্লেখ করা হয়নি। সে সময়কার ইউপিএ সাংসদদের কাছে জানতে চাই, ওই ১৭টি রাজ্য কি কেন্দ্রীয় অর্থসাহায্য পায়নি? তাঁরা কি সে সময় এ প্রসঙ্গে সরব হয়েছিলেন?’’ একই ভাবে ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকারের অর্থমন্ত্রীর ২০০৯-১০ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় ২৬টি রাজ্যের নাম অনুল্লিখিত থেকে গিয়েছিল বলে দাবি করেন তিনি। ঘটনাচক্রে সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।

একই ভাবে ২০০৫-০৬ অর্থবর্ষের বাজেট বক্তৃতায় ১৮টি, ২০০৬-০৭-এ ১৩টি এবং ২০০৭-০৮-এ ১৬টি এবং ২০০৮-০৯ অর্থবর্ষে ১৩টি রাজ্যের নাম বাজেট বক্তৃতায় ঠাঁই পায়নি বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহে রাজ্যসভায় নির্মলা বলেছিলেন, ‘‘বক্তৃতায় যদি একটি নির্দিষ্ট রাজ্যে নাম বলা না হয়, তবে কি কেন্দ্রের প্রকল্পগুলি থেকে তারা উপকৃত হয় না? এটা কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে জনগণকে ভুল বোঝাচ্ছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE