Advertisement
০৫ নভেম্বর ২০২৪
PUBG

রেললাইনের ধারে পাবজি-মত্ত দুই যুবক! প্রাণ কাড়ল ট্রেনের ধাক্কা

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রেল ট্রাকের ধারে দাঁড়িয়েই পাবজি খেলছিলেন ওই দু’জনে।

পাবজির নেশা প্রাণ কাড়ল দুই যুবকের। ছবি শাটারস্টকের সৌজন্যে।

পাবজির নেশা প্রাণ কাড়ল দুই যুবকের। ছবি শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৯:১০
Share: Save:

পাবজি-র আসক্তির পরিনতি যে কী ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল মহারাষ্টের এক ঘটনায়। শনিবার রাতে রেল লাইনের ধারে দাঁড়িয়ে পাবজি খেলছিলেন দুই যুবক। সে সময় দ্রুত গতিতে ছুটে আসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের হিঙ্গলি জেলার খাটকালি এলাকায়। মুম্বই থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৫৭০ কিলোমিটার। জানা গিয়েছে, হায়দরাবাদ-অজমেঢ় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের।

মৃত দুই যুবকের নাম নাগেশ গোরে ও স্বপ্নিল অন্নপূর্ণে। তাঁদের বয়স যথাক্রমে ২৪ ও ২২ বছর। শনিবার অনের রাতে স্থানীয় লোকজন দুই যুবকের দেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রেল ট্রাকের ধারে দাঁড়িয়েই পাবজি খেলছিলেন ওই দু’জনে। পাবজিতে এতটাই মত্ত ছিলেন তাঁরা যে ট্রেনের হর্ণের তীব্র শব্দও কানে যায়নি তাঁদের।

যুবসমাজের মধ্যে খারাপ প্রভাব ফেলছে পাবজি। এই মর্মে রাজকোট পুলিশ পাবজি খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তাতেও যে পাবজি আসক্তি রোখা যায়নি। এই ঘটনা সেটাই ফের দেখিয়ে দিল।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত স্ত্রী, দেখে ফেলায় খুন হতে হল স্বামীকে

অন্য বিষয়গুলি:

PUBG Addiction Maharashtra Accident Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE