ভেঙে পড়ার পর জ্বলছে বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষ। ছবি সৌজন্য টুইটার।
মহড়া চলাকালীন সংঘর্ষে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে। ওই দু’টি বিমানে তিন পাইলট ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুই পাইলট অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আর এক পাইলটের মৃত্যু হয়েছে।
ফেব্রুয়ারির ২০-২৪ বায়ুসেনার এয়ার শো ‘এয়ারো ইন্ডিয়া ২০১৯’ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তার আগে এ দিন নিজেদের ঝালিয়ে নিচ্ছিল বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোবেটিক টিম। মহড়া শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই হঠাত্ দেখা যায় দু’টি যুদ্ধবিমান ঘুরপাক খেতে খেতে নীচের দিকে নেমে আসছে। তার পরই কুণ্ডলী পাকিয়ে আগুন আর কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
বায়ু সেনা সূত্রে জানানো হয়েছে, মহড়া চলাকালীন হঠাত্ই ওই দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনও।
#WATCH Two aircraft of Surya Kiran Aerobatics Team crashed today at Yelahanka airbase in Bengaluru, during rehearsal for #AeroIndia2019. One civilian hurt. Both pilots ejected, the debris has fallen near ISRO layout, Yelahanka new town area. #Karnataka pic.twitter.com/gJHWx6OtSm
— ANI (@ANI) February 19, 2019
১৯৯৬ থেকে এই এয়ার শো হয়ে আসছে বেঙ্গালুরুতে। শেষ এয়ার শো হয়েছিল ২০১৭-র ফেব্রুয়ারিতে। এ বছরেও এয়ার শো-এর আয়োজন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসায়ী এবং সেই সব দেশের প্রতিনিধিরা এই এয়ার শো দেখতে হাজির হন। ২০১৭-র এয়ার শো-তে অংশ নিয়েছিল ৭২টি যুদ্ধবিমান। এ বছরে অংশ নেওয়ার কথা রয়েছে ৬১টি যুদ্ধবিমানের। এ ছাড়া মার্কিন বিমান এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানও অংশ নেবে এই শো-তে।
আরও পড়ুন: আর বরদাস্ত নয়, কাশ্মীরে এ বার অস্ত্র হাতে নিলেই গুলি, চরম বার্তা দিল সেনা
আরও পড়ুন: ‘৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিরা বিকানের ছাড়ুন’! নির্দেশিকা জারি করল জেলা প্রশাসন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy