নিশানা: মঙ্গলবার পুলিশের গুলি চালানোর এই ছবি টুইটারে পোস্ট করেন এম কে স্ট্যালিন।
গাড়ির মাথায় সরীসৃপের মতো বুকে হেঁটে এগোচ্ছেন এক পুলিশকর্মী। হাতে উঁচিয়ে ধরা স্বয়ংক্রিয় রাইফেল। অস্ত্র তাক করে পজিশন নিয়েছেন তিনি। তখনই কেউ বললেন, ‘একটার অন্তত মরা উচিত!’ মুহূর্তে গুলির শব্দ।
তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে গত কাল পুলিশের গুলি চালানোর এই ভিডিয়োটি সামনে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়েছে। একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যা’ আখ্যা দিয়েছেন রাহুল গাঁধী। জালিয়ানওয়ালা বাগের সঙ্গে এর তুলনা টেনেছে ডিএমকে। তবে চেন্নাই থেকে দিল্লি— রাজনৈতিক বিরোধিতার প্রবল চাপকে এতটুকু গুরুত্ব না দিয়ে বুধবার তুতিকোরিনে ফের গুলি চালিয়েছে পুলিশ। অন্না নগর এলাকায় একটি হাসপাতালে আহতদের দেখতে এসেছিলেন কমল হাসন। তিনি ফিরে যাওয়ার পরেই পুলিশকে নিশানা করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। গুলি চালায় পুলিশ। আহত হন তিন জন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে কালিয়াপ্পন নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরে স্টারলাইট বিতর্কে মৃতের সংখ্যা দাঁড়াল ১২।
অন্না নগরের কয়েকটি ভিডিয়ো পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সি কালিয়াপ্পন রাস্তায় পড়ে। মাটি ছেড়ে উঠতে পারছে না। তাঁকে ঘিরে পুলিশ। এক বার মাথা তোলার চেষ্টা করে যুবকটি। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীর মন্তব্য, ‘‘নাটক করবি না।’’ আর একটি ভিডিয়ো কিছু ক্ষণ পরের। মাটিতে পড়ে থাকা যুবকটির পা উপরে তুলে ধরেছেন এক পুলিশ। সাড়াশব্দ নেই দেখে পা’টি মাটিতে ফেলে দিলেন তিনি। এই বিতর্কের মধ্যেই তুতিকোরিনের পুলিশ প্রধান ও জেলাশাসককে সরানো হয়েছে।
আন্দোলনকারীদের স্বস্তি মিলেছে মাদ্রাজ হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে। হাইকোর্টের মাদুরাই বেঞ্চ স্টারলাইটের নতুন প্রকল্প বিস্তারের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে। হাইকোর্ট বলেছে, মানুষের কথা শোনার পরেই পরিবেশের ছাড়পত্র নিয়ে সিদ্ধান্ত হবে। প্রক্রিয়াটি চার মাসের মধ্যে শেষ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনও গুলি চালানো নিয়ে তামিলনাড়ুর মুখ্যসচিব, ডিজির
জবাব চেয়েছে।
গুলি চালানো নিয়ে মুখ খোলেননি নরেন্দ্র মোদী। তবে আজও ক্ষোভ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘তুতিকোরিনের ঘটনা দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’ আর রাহুল বলেছেন, ‘‘সঙ্ঘের ভাবনায় বিশ্বাস করে না বলেই তামিলদের মরতে হল। তবে মোদীর বুলেট তাঁদের শেষ করতে পারবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy