মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা গমবোঝাই ট্রাকের। শুক্রবার সকালে মহারাষ্ট্রের বোড়ওয়াড় স্টেশনের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রেনের যাত্রীরা। ট্রেনের সঙ্গে সংঘর্ষের অভিঘাতে ট্রাকটি দু’টুকরো হয়ে গিয়েছে। তবে চালক প্রাণে বেঁচেছেন। রেল সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে রেললাইন পেরোনোর চেষ্টা করছিল ট্রাকটি। তাতেই দুর্ঘটনা।
ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাকটি দু’ টুকরো হয়ে গিয়েছে। তার ইঞ্জিন থেকে ধোঁয়া বার হচ্ছে। ট্রাকের সামনের অংশটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। তবে ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন:
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ গমবোঝাই ট্রাকটি রেললাইন পার করার চেষ্টা করছিল। বোড়ওয়াড় স্টেশনের কাছে লাইন পারাপারের জন্য ওভারব্রিজ রয়েছে। যদিও ট্রাকটি সেই পথে না গিয়ে বেআইনি ভাবে পুরনো লেভেল ক্রসিং দিয়ে লাইন পারাপারের চেষ্টা করছিল বলে অভিযোগ। তখনই লাইন ধরে ছুটে আসছিল ট্রেনটি। তার সঙ্গে ধাক্কা লেগে দু’টুকরো হয়ে যায় ট্রাকটি। এই ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা ওই পথে বন্ধ ছিল ট্রেন চলাচল। শেষে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। সংঘাতের ফলে ট্রেনটির ক্ষতি না হলেও রেলের ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেল কর্তৃপক্ষ।