ঝোড়ো হাওয়ায় রাস্তার ধারের গাছ উপড়ে পড়ল যাত্রিবাহী একটি গাড়ির উপরে। তাতে মৃত্যু হল অন্তত ছ’জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুলু জেলার মণিকরণে। ঝড়ের সময়ে বেশ কয়েকটি জায়গায় ধস নামে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই পর্যটনস্থলে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় ঝোড়ো হাওয়া বইছিল। পথচলতি সকলে নিরাপদ জায়গা খুঁজে দাঁড়িয়ে পড়েছিলেন। মণিকরণ গুরুদ্বারের সামনে একটি গাড়ি দাঁড়িয়েছিল। তার উপর একটি আস্ত গাছ উপড়ে পড়ে। গাড়ির ভিতরে বেশ কয়েক জন ছিলেন। তাঁদের চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডটকম)। একটি ভিডিয়োতে দেখা যায়, একটি খাবারের দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে একটি গাছ উপড়ে ওই গাড়িটির উপরে পড়ে যায়। গাড়ির পাশ থেকে পুরুষকণ্ঠে আর্ত চিৎকার ভেসে আসে। ‘মা, সব চলে গেল! চলে গেল!’ বলতে বলতে কাঁদতে থাকেন ওই ব্যক্তি। উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি কুলু থেকে ৪০ কিলোমিটার দূরে।
আর একটি ভিডিয়োতে দেখা যায়, এক যুবক এক মহিলাকে টেনে বার করে আনছেন। মহিলার পোশাকে রক্তের দাগ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। সন্ধ্যা পর্যন্ত ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কয়েক জন অল্পবিস্তর চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে হিমাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।