২৪ ঘণ্টা কেটে গেলেও আগুন আয়ত্তে আনা গেল না মুম্বইয়ের ডিওনার এলাকায়। শনিবার সন্ধ্যায় আগুন লেগেছিল ওই শহরতলির একটি ভাগাড়ে। কিন্তু, দমকলের ১০টি ইঞ্জিনও সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আশপাশের ২-৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সমস্ত এলাকা বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। গত দু’দিন ধরে ওই অঞ্চলের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
ডিওনার এলাকায় রয়েছে মুম্বইয়ের সবচেয়ে বড় ভাগাড়। ৩২৬ একর জায়গা জোড়া ওই আবর্জনার স্তূপে গত জানুয়ারি মাসেও আগুন লেগেছিল। সাত দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছিল সেই ভয়ঙ্কর আগুন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, এই আবর্জনা যত শীঘ্র সম্ভব ‘রিসাইকেল’ করার ব্যবস্থা করা হবে। দু’মাসেও তা হয়নি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে সব সময় দু’টি দমকলের ইঞ্জিন রাখা হবে। কিন্তু, বাসিন্দাদের অভিযোগ এ বারেও আগুন লাগার পর তাঁদেরই দমকলে খবর দিতে হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy