রেলের তরফে ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। ছবি: টুইটার।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আবার বিপত্তি। পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে ঢুকে গেলেন যাত্রী। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টিকিট পরীক্ষক (ট্র্যাভেলিং টিকিট এগজামিনার বা টিটিই)। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
ঘটনাটি নাগপুর স্টেশনের। রেলের তরফে সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি কিছুটা কম ছিল। চলন্ত ট্রেনেই উঠতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে যায়। চলন্ত ট্রেনে তিনি দেহের ভারসাম্য বজায় রাখতে পারেননি। ফলে তাঁর শরীরের অর্ধেক ঢুকে যায় ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের অংশে।
যাত্রীকে পড়ে যেতে দেখে তাঁর কাছে ছুটে যান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টিকিট পরীক্ষক। তিনি যাত্রীকে টেনে তোলার প্রাণপণ চেষ্টা করেন। ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকেন তিনিও।
কিছু ক্ষণের মধ্যে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের অংশ থেকে ওই যাত্রীকে টেনে তোলেন টিটিই। তার পর তাঁকে ঠেলে ট্রেনের ভিতরে ঢুকিয়ে দেন।
সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর টিকিট পরীক্ষকের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। যে ভাবে তিনি নিজের জীবন বিপন্ন করে যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, তাতে মুগ্ধ অনেকেই।
একই সঙ্গে এই ভিডিয়ো দেখার পর কেউ কেউ ট্রেনের বগি এবং প্ল্যাটফর্মের মাঝের উচ্চতা নিয়ে অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, ট্রেন এবং প্ল্যাটফর্মের উচ্চতা সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে অনেক সময় বিপদ ঘটে যায়। কেউ কেউ আবার মেট্রোর মতো সব ট্রেনে নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া দরজার দাবি করেছেন।
Hd TTE Gagandeep Singh saw a passenger at PF no.1 at Nagpur station trying to board the running train no. 06509,falling down in the gap between footboard & the Platform, displaying quick action pulled him out at Nick of the time & saved his life.His act was appreciated by Sr.DCM. pic.twitter.com/yYk3hghNPp
— Central Railway (@Central_Railway) December 20, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy