ফাইল ছবি।
শুরুটা হয়েছে সোমবার বিকেল থেকে। আর আজ, মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টির জেরে রীতিমতো জলবন্দি গোটা হায়দরাবাদ। জলমগ্ন গোটা শহর, ভেঙে পড়েছে ট্র্যাফিক পরিষেবা, নাজেহাল সাধারণ মানুষ। ইতিমধ্যেই বৃষ্টির জেরে প্রাণ হারিয়েছেন তিন জন। এর মধ্যে রয়েছে ছ’মাসের একটি শিশু।
আবহাওয়া দফতরের হিসাব বলছে, শুধুমাত্র সোমবার বিকেল সাড়ে চারটে থেকে টানা পাঁচ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৬৭.৬ মিলিমিটার। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, বানজারা হিলসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ছ’মাসের শিশুপুত্রের। জনবহুল চারমিনার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগামী কাল, বুধবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফের ভারী বৃষ্টি, বিপর্যস্ত মুম্বই
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, যতটা দ্রুত সম্ভব জমা জল বের করে দেওয়ার চেষ্টা চলছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কথা বলেছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানের সঙ্গে।
আরও পড়ুন: মেঘলা চিতাবাঘ, মার্বলড ক্যাটের ঘনত্বে সেরা মিজোরামের ডাম্পা
গত মাসেই টানা বৃষ্টিতে বানভাসির চেহারা নিয়েছিল বাণিজ্য নগরী মুম্বই। সেই ‘জলবন্দি’ ছবিই ফিরে এল এ বার নবাবের শহরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy