অনিলের দেহের পাশে গৌরবের সেই ছবি।
আর্থিক সাহায্যের পরিমাণ বাড়তে বাড়তে ৫৭ লক্ষ! কিন্তু প্রশ্ন উঠছে, সেই টাকাটা পাবে কে?
দিল্লিতে নালা সাফ করতে গিয়ে গত সপ্তাহে মারা যান সাফাইকর্মী অনিল। শ্মশানে অনিলকে ‘বাবা’ বলে জড়িয়ে কাঁদতে দেখা যায় এক বালককে। সেই ছবি ছড়িয়ে পড়ে নেটে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও অর্থ সংগ্রহকারী সংস্থা এগিয়ে আসে গৌরব নামে হতদরিদ্র ওই বালকের সাহায্যে। তিন-চার দিনেই উঠে আসে ৫৭ লক্ষ টাকা। এখন সমস্যা হল টাকা নেবে কে? কারণ গৌরব যাঁকে ‘বাবা’ বলে ডেকেছিল, তিনি আসলে ছেলেটির মাসতুতো দাদা! আর রানি বলে যে মহিলা প্রথমে অনিলের হবু স্ত্রী বলে নিজের পরিচয় দিচ্ছিলেন, পরে জানা যায়, তিনি আসলে অনিলের মাসি এবং গৌরব তাঁর প্রথম পক্ষের ছেলে। গত তিন বছর ধরে রানি ও অনিল একসঙ্গে থাকতেন। তাই অনিলকেই বাবা বলত গৌরব। প্রশ্ন হচ্ছে, বিয়ে না করে একসঙ্গে থাকা সঙ্গী কি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী? যদি সেটা হয়, তা হলে রানি টাকা পাবেন। কিন্তু সমস্যা হল, নেটিজেনরা টাকা দিয়েছেন গৌরবকে দেখে। সুতরাং মাসতুতো দাদার উত্তরাধিকারী কি গৌরব হতে পারে— সেই ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
রানির দাবি, তাঁরা ক’দিন বাদেই আদালতে গিয়ে বিয়ে করতেন। আর যে হেতু গৌরবের কারণে ওই সাহায্য এসেছে, তাই ওই টাকার উপরে তাঁদের অধিকার আছে। আসরে উপস্থিত অনিলের বাবা-মা এবং ভাই। অনিলের ভাই বিকাশের কথায়, ‘‘মাসির সঙ্গে অনিলের সম্পর্ককে আমরা মানিনি।’’ তবে অনিল যে রানির সঙ্গে এক ছাদের তলায় থাকতেন, তা স্বীকার করেছেন তিনি। এই টানাপড়েনে ফ্যাসাদে উদ্যোক্তারা। বিষয়টির মীমাংসায় আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy