মুঠোফোনে যদি বিশ্বকে ধরা যায়, তবে সমস্যার সমাধানকেই বা বন্দি করা যাবে না কেন? ভেবেছিলেন সুষমা স্বরাজ। সাজপোশাকে সনাতনী প্রাক্তন বিদেশমন্ত্রী সমসাময়িক রাজনীতিকদের থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে ছিলেন কয়েক যোজন এগিয়ে। শুধু ব্যবহারই নয়। তাঁর আন্তরিক প্রচেষ্টা ছিল, যাতে একে কাজে লাগানো যায় সাধারণ মানুষের সমস্যার সমাধানে।
টুইটারে তাঁর মতো সক্রিয় রাজনীতিক আজকের প্রজন্মেও বিরল। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে একটি ভিডিয়ো টুইট করা হয়েছিল। যে টুইটের সাহায্যে তিনি উদ্ধার করেছিলেন ইরাকে আটকে পড়া ১৬৮ জন ভারতীয়কে। তাঁরা কাজের খোঁজে গিয়েছিলেন ইরাকে। কিন্তু অভিযোগ, তাঁদের বন্দি করে রেখেছিল নির্দিষ্ট সংস্থা। বন্ধ করে দেওয়া হয়েছিল বেতন, এমনকি খাবারও।