Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Liquor Shop

Liquor Shop: মদের দোকান খোলা যাবে হাইওয়ের ২২০ মিটারের মধ্যেই, তবে জনবহুল এলাকাতে

এত দিন ৫০০ মিটার পর্যন্ত মদের দোকান নিষিদ্ধ ছিল। ২০ হাজার জনসংখ্যার এলাকায় এই ছাড় দিল সুপ্রিম কোর্ট।

২০ হাজার জনসংখ্যায় দূরত্বে ছাড়।

২০ হাজার জনসংখ্যায় দূরত্বে ছাড়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৭:১৭
Share: Save:

হাইওয়ের ধারে মদের দোকান নিয়ে কড়াকড়ি কিছুটা শিথিল করল সুপ্রিম কোর্ট। আগে ৫০০ মিটারের মধ্যে মদের দোকান খোলা যাবে না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার তা কমিয়ে ২২০ মিটার করা হল। তবে শুধুমাত্র ২০ হাজার পর্যন্ত জনসংখ্যা যে এলাকায়, সেখানেই এই নিয়ম প্রযোজ্য। স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখতে হবে। অন্যত্র জাতীয় এবং রাজ্য, দুই ধরনের হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান নিষিদ্ধ রইল।

এর আগে, ২০১৬ সালে আদালত জানিয়েছিল, জাতীয় এবং রাজ্য হাইওয়েগুলির ৫০০ মিটারের মধ্যে মদের দোকান খোলা যাবে না। তাই এই ধরনের লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। হাইওয়ের ধারে মদের যাবতীয় বিজ্ঞাপনও টাঙানোও নিষিদ্ধ করা হয়। এমনকি হাইওয়ে থেকে এই ধরনের বিজ্ঞাপন যেন দেখা না যায়, সেই মর্মে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত

কিন্তু হাইওয়ে নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক জানায়, এ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেই নিতে হবে। কারণ মদের দোকান খোলা বা বন্ধ করা সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের হাতেই রয়েছে। তাই আদালতকে সেই নিয়ে নির্দেশিকা প্রকাশ করতে অনুরোধ জানায় তারা।

সেই প্রেক্ষিতেই জনবহুল এলাকার ক্ষেত্রে বিধিনিধেষ খানিকটা শিথিল করল আদালত। তবে পুরনো মদের দোকানগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। লাইসেন্সের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দোকানগুলি আগের মতোই চালু রাখা যাবে।

মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় রাশ টানতেই প্রথম সুপ্রিম কোর্টে হাইওয়ের ধারে মদের দোকান নিষিদ্ধ করার মামলা ওঠে। এই ধরনের ঘটনা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছে আদালত। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় ১৯৮৮ সালের মোটরযান আইনের ১৮৫ ধারায় জেল, জরিমানা কখনও আবার দুটোই করা হয়।

অন্য বিষয়গুলি:

Supreme Court National Highway Highway Liquor Shop Drunk Driving State Highway hit and run
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy