Advertisement
০৫ নভেম্বর ২০২৪

লোয়া-পরিবারকে আশ্বাস

কাল থেকেই অবশ্য অমিত শাহের নির্দেশে গোটা বিজেপি নেমে পড়েছে তাঁদের সভাপতিকে আড়াল করতে। তার জন্য লিখিত খসড়াও জনেজনে পাঠানো হয়েছে। এমনই এক খসড়া আজ হাতে এসেছে কংগ্রেসের।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৩৫
Share: Save:

লোয়া-মামলার রায় প্রকাশের পরে গত কাল রাহুল গাঁধী বলেছিলেন, অমিত শাহের ‘সত্য’ বেরোবেই। আজ তিনি আশ্বস্ত করলেন বিচারক ব্রিজগোপাল হরিকিষাণ লোয়ার পরিবারকে।

গত কাল সুপ্রিম কোর্টের রায় আসার পরে বিচারক লোয়ার কাকা শ্রীনিবাস বলেছিলেন, ‘‘সবটাই খুব সাজানো মনে হচ্ছে।’’ বিচারক লোয়ার বোন বলেছিলেন, ‘‘আর কোনও আশা নেই।’’ এই প্রেক্ষিতে রাহুল আজ টুইট করে বলেন, ‘‘আমি তাঁদের বলতে চাই, আশা আছে। কারণ, লক্ষ লক্ষ ভারতীয় সত্য দেখতে পাচ্ছেন। বিচারক লোয়াকে ভারত ভুলতে দেবে না।’’ কংগ্রেস নেতারা বলছেন, লোয়া-মামলার রায় যাই হোক, বিষয়টি নিয়ে দেশজুড়ে প্রচার করবে দল। এবং নিশানা করা হবে অমিত শাহকেই।

কাল থেকেই অবশ্য অমিত শাহের নির্দেশে গোটা বিজেপি নেমে পড়েছে তাঁদের সভাপতিকে আড়াল করতে। তার জন্য লিখিত খসড়াও জনেজনে পাঠানো হয়েছে। এমনই এক খসড়া আজ হাতে এসেছে কংগ্রেসের। যেখানে বলা হয়েছে, অমিত শাহকে আড়াল করে কী ভাবে এক সুরে রাহুল গাঁধীর ক্ষমা চাওয়ার দাবি তুলতে হবে। রাহুলকে আক্রমণের জন্য এ ভাবে লিখিত নির্দেশ পাঠানোয় আজ ক্ষোভও প্রকাশ করেছে কংগ্রেস।

এই অবস্থায় অমিত শাহকে আড়াল করতে আজ আসরে নামেন অরুণ জেটলি। তাঁর দাবি, সোহরাবুদ্দিন মামলায় কোনও ভূমিকাই ছিল না অমিত শাহের। তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে যা দেওয়া হয়েছিল, সেটিও মিথ্যা।

অন্য বিষয়গুলি:

Loya death case H Loya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE