যে সমস্ত পড়ুয়ারা আগে থেকেই ৩ বছরের স্নাতকস্তরে ভর্তি হয়েছেন, তাঁরাও চাইলে ৪ বছরের পাঠ্যক্রম বেছে নিতে পারবেন বলে জানিয়েছে ইউজিসি। ছবি: সংগৃহীত।
চিরাচরিত ভাবে তিন বছরের বদলে চার বছর পড়াশোনার পর স্নাতকস্তরে সাম্মানিক ডিগ্রি লাভ করতে পারবেন পড়ুয়ারা। স্নাতকস্তরের শিক্ষায় এমনই বদল আনতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়াও তৈরি করেছে তারা।
ইউজিসি জানিয়েছে, ‘কারিক্যুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজ়ুয়েট প্রোগ্রামস’ নামে ওই খসড়া প্রস্তাবটি জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা সোমবার প্রকাশ করা হতে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
খসড়া প্রস্তাবে কী কী বদল আনা হয়েছে? ওই খসড়া অনুযায়ী, ৩ বছরে স্নাতক হতে গেলে শিক্ষার্থীকে ১২০ ক্রেডিট পয়েন্ট লাভ করতে হবে। অন্য দিকে, ৪ বছরে স্নাতক হতে গেলে শিক্ষার্থীর ১৬০ ক্রেডিট পয়েন্ট প্রয়োজন। শিক্ষাবর্ষে ঘণ্টার হিসাবে ওই পয়েন্ট পরিমাপের বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি। খসড়ায় আরও বলা হয়েছে, ৪ বছরের স্নাতকস্তরের পড়ুয়ারা যদি কোনও বিষয়ে গবেষণা করতে চান, তা হলে তাঁদের সে বিষয়ের প্রজেক্ট বাছাই করতে হবে। এতে সাম্মানিক স্নাতক হওয়ার সময় সংশ্লিষ্ট বিষয়টিতে গবেষণায় স্পেশালাইজ়েশন করবেন তাঁরা।
যে সমস্ত পড়ুয়ারা আগে থেকেই ৩ বছরের স্নাতকস্তরে ভর্তি হয়েছেন, তাঁরা চাইলে ৪ বছরের পাঠ্যক্রম বেছে নিতে পারবেন বলে জানিয়েছে ইউজিসি। তবে সে ক্ষেত্রে তাঁদেরকে অনলাইন ও অফলাইনে একটি ব্রিজ় কোর্স করার সুযোগ দিতে পারে বিশ্ববিদ্যালগুলি।
৪ বছরের কোর্সের মাঝপথে যদি কোনও পড়ুয়া পড়াশোনা ছে়ড়ে দেন, সে ক্ষেত্রে পুনরায় তা শুরু করার সুযোগ দিয়েছে ইউজিসি। তবে সে ক্ষেত্রে তাঁকে কোর্স ছাড়ার ৩ বছরের মধ্যে তা শুরু করতে হবে। এবং কোর্সটি শেষ করার জন্য পড়ুয়া ৭ বছরের সময় পাবেন।
ইউজিসি জানিয়েছে, স্নাতকের পড়াশোনায় কোনও বিষয়ে ‘সিঙ্গল বা ডাবল মেজর’ করতে পারেন পড়ুয়ারা। সে ক্ষেত্রে পড়ুয়াকে ‘মেজর’ হিসাবে নেওয়া বিষয়ে ৫০ শতাংশ ক্রেডিট পয়েন্ট পেতে হবে। তবেই তাঁকে ওই বিষয়ে ‘সিঙ্গল মেজর’ দেওয়া হবে। প্রতি শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমেস্টারের শেষে ‘মেজর’-এর বিষয় বাছাই করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy