দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদেশ কুমার। ছবি: টুইটার থেকে নেওয়া।
জোরজবরদস্তি বাড়িতে ঢুকে স্ত্রীকে কয়েক ঘণ্টা ধরে ভিতরে আটকে রাখার অভিযোগ উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) একদল ছাত্রদের বিরুদ্ধে। অভিযোগ করলেন খোদ জেএনইউয়ের উপাচার্য এম জগদেশ কুমার।
এই আগ্রাসী আচরণের জন্য তিনি অবশ্য এখনও পুলিশে কোনও অভিযোগ করেননি তাঁর ছাত্রদের বিরুদ্ধে। শুধু টুইট করে বিষয়টি সকলের নজরে এনেছেন। এই ঘটনার পর তাঁর স্ত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানিয়েছেন তিনি।
প্রথম টুইটে তিনি লেখেন, ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আমার বাড়িতে কয়েকশো ছাত্র ঢুকে পড়েন। ঘরের ভিতর অনেকক্ষণ আমার স্ত্রীকে আটকে রাখা হয়। তিনি বাড়িতে একা ছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা কী ধরনের আন্দোলন? বাড়িতে একা মহিলাকে ভয় দেখানো?’
This evening few hundred students forcibly broke into my JNU residence and confined my wife inside home for several hours while I was away in a meeting. Is it the way to protest? Terrorosing a lonely lady at home?
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) March 25, 2019
আরও পড়ুন: ইভিএম-এ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও
পরে আরও একটি টুইট করে জানান, ‘গত রাতে জেএনইউ বাসভবনের সামনে ছাত্রদের আগ্রাসী আচরণ খুবই নিন্দনীয়। আমি বা আমার স্ত্রী কেউই পুলিশে অভিযোগ জানাইনি। আমরা তাঁদের ক্ষমা করে দিয়েছি। তাঁদের ভাল হোক কামনা করছি এবং আশা রাখছি তাঁরা নিজেদের শুধরে নেবেন এবং ভবিষ্যতে এ রকম কাজ আর করবেন না।’
'
While last night's violent behavior by students in front my JNU residence is condemnable, neither me nor my wife will file a police complaint against the students. We have forgiven them. Wish them the best and hope they will reform and not repeat such acts in future.
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) March 26, 2019
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরেই জেএনইউয়ে অনলাইন ভর্তির পরীক্ষার বিরুদ্ধে অনশন চালাচ্ছেন ছাত্রেরা। এর আগেও তাঁরা একবার উপাচার্যের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। তখন তাঁদের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা করেননি তিনি, মিষ্টি খাইয়ে বিদায় জানিয়েছিলেন। আর সোমবার সন্ধ্যায় যখন এই ঘটনা ঘটে, তিনি বাড়ি ছিলেন না বলে উপাচার্যের দাবি।
আগ্রাসী আচরণের বিষয়টা অবশ্য পুরোপুরি অস্বীকার করেছেন ছাত্রেরা। এক ছাত্রের অভিযোগ, ‘‘আমরা উপাচার্যের সঙ্গে দেখা করার জন্যই তাঁর বাড়িতে গিয়েছিলাম। উল্টে নিরাপত্তারক্ষীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেক ছাত্র জখমও হয়েছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy