Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইলাহাবাদের রাস্তায় পিটিয়ে খুন যুবককে

জনবহুল রাস্তার উপরে বেধড়ক মারা হচ্ছে এক যুবককে। ভিডিও তুলতে থামলেও পুলিশকে খবর দিতে বা গোলমাল থামাতে আগ্রহ নেই কারও। এক আইনের ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা নিয়ে এমন চিত্রই দেখল ইলাহাবাদ।

সংবাদ সংস্থা
ইলাহাবাদ শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৩
Share: Save:

জনবহুল রাস্তার উপরে বেধড়ক মারা হচ্ছে এক যুবককে। ভিডিও তুলতে থামলেও পুলিশকে খবর দিতে বা গোলমাল থামাতে আগ্রহ নেই কারও। এক আইনের ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা নিয়ে এমন চিত্রই দেখল ইলাহাবাদ।

পুলিশ জানিয়েছে, গত কাল সন্ধেয় দুই বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ইলাহাবাদ ডিগ্রি কলেজে আইনের পড়ুয়া বছর ছাব্বিশের দিলীপ সরোজ। খাওয়ার পরে রেস্তোরাঁর সিঁড়িতে বসেছিলেন তাঁরা। তখন এক দল লোক তাঁদের ধাক্কা মেরে আর গালিগালাজ করে রেস্তোরাঁয় ঢুকে যায়। দিলীপ ও তাঁর বন্ধুরা উপরে উঠে গিয়ে ওই দলটিকে পাকড়াও করেন। তারা হঠাৎই দিলীপদের মারধর করতে শুরু করে।

দিলীপের বন্ধু প্রকাশ সিংহের কথায়,‘‘আমরা কোনও রকমে পালাই। কিন্তু দিলীপকে ওরা বেধড়ক মারতে থাকে।’’ রেস্তোরাঁ থেকে রাস্তায় টানতে টানতে এনে হকি স্টিক, ভাঙা রড, ইট দিয়ে মারা হয় তাঁকে। পথচারীদের কয়েক জন দাঁড়িয়ে ভিডিও তোলেন। তাতে এক জনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ও মরে যাওয়ার পরে পুলিশ আসবে।’’ তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ঘটনাটি নিয়ে হইচই শুরু হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাদামি জ্যাকেট পরা এক জন আততায়ীদের থামানোর চেষ্টা করছেন। জানা গিয়েছে, তিনি রেস্তোরাঁর মালিক। পরে তিনিই দিলীপকে মোটরবাইকে হাসপাতালে পৌঁছে দেন। আজ সকালে হাসপাতালে দিলীপের মৃত্যু হয়। দিলীপের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। তাদের দাবি, মূল অভিযুক্তের নাম বিজয়শঙ্কর সিংহ। বাকিদের এখনও শনাক্ত করা যায়নি।

অন্য বিষয়গুলি:

Beaten To Death Death Rod Brick Allahabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE