বিক্ষোভকারীদের পেটাচ্ছে পুলিশ। তুতিকোরিনে। -ফাইল চিত্র।
স্টারলাইট কপার কারাখানাকে ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদে শুক্রবার তামিলনাড়ু জুড়ে বন্ধ পালন করল ডিএমকে এবং অন্য বিরোধী দলগুলি। বিক্ষোভও দেখায় ডিএমকে। পুলিশ আটক করে ডিএমকে নেত্রী কানিমোড়িকে।
তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে জমায়েতের উপরে পরপর দু’দিন গুলি চালিয়েছে পুলিশ। নিহত হয়েছেন ১৩ জন বিক্ষোভকারী। এই ঘটনায় আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী জি এস মানি। আগামী সোমবার (২৮মে) এই মামলার শুনানি।
এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি নিয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এ রাজারাজন। কিন্তু শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় মানবাধিকার কমিশন।
গুলি চালানো নিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যসচিব, ডিজির জবাব চেয়েছে কমিশন। পুরো বিষয়টি নিয়ে তামিলনাড়ু সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রও। তুতিকোরিনের মানুষের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy