মায়াবতীর সুরেই অখিলেশও বললেন, জোট আরও মজবুত হবে। ছবি: পিটিআই।
মায়াবতীর পরে অখিলেশ। রাজ্যসভা নির্বাচনের বিজেপি যে পদ্ধতিতে একটি অতিরিক্ত আসনে জয়ী হয়েছে, তাতে বিজেপি-কে ২০১৯ সালে চড়া মূল্য চোকাতে হবে। দাবি অখিলেশেরও।
মায়াবতী শনিবারই মুখ খুলেছিলেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেস সমর্থিত বহুজন সমাজ পার্টির (বসপা) প্রার্থী ভীমরাও অম্বেডকরের পরাজয়ে বসপা-সপা ঐক্য ভাঙবে না বলে বসপা সুপ্রিমো মায়াবতী মন্তব্য করেছিলেন। রবিবার একই সুরে সপা সভাপতি অখিলেশ যাদব বললেন, যে ভাবে এক জন দলিতকে রাজ্যসভা ভোটে বিজেপি হারিয়েছে, তাতে সপা-বসপা জোট আরও মজবুত হবে।
‘‘অর্থবল ব্যবহার করে যে ভাবে নবম আসনে বিজেপি জিতেছে, তাতে সাম্প্রদায়িক দলটার দলিত বিরোধী মুখটা প্রকাশ্যে আনার একটা সুযোগ পেয়ে গিয়েছে সমাজবাদী পার্টি। একজন দলিতের জয় রুখতে যে রকম চক্রান্ত বিজেপি করল, তাতে সপা-বসপা ঐক্য আরও জোরদার হল।’’ রবিবার এমনই বলেছেন অখিলেশ যাদব।
আরও পড়ুন: জোট থাকছেই, ঘোষণা মায়ার
উত্তরপ্রদেশে ১০টি রাজ্যসভা আসনে নির্বাচন হল। বিধায়ক সংখ্যার নিরিখে ৮টি আসনে বিজেপির জয় নিশ্চিত ছিল। ১টি আসনে সপা প্রার্থী জয়া বচ্চনের জয় নিশ্চিত ছিল। অবিশষ্ট আসনটির জন্য সপা-র সমর্থন চেয়েছিলেন বসপা সুপ্রিমো মায়াবতী। গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভার উপনির্বাচনে সপা-কে সমর্থনের বিনিময়ে রাজ্যসভা নির্বাচনে সপার সমর্থন চেয়ে নিয়েছিলেন তিনি। জয়াকে জেতানোর জন্য প্রয়োজনীয় ভোট নিজেদের হাতে রেখে, বাকি ভোট বসপা প্রার্থী ভীমরাও অম্বেডকরকে দেওয়া হবে বলে অখিলেশও জানিয়েছিলেন। কংগ্রেস এবং আরএলডি-ও সমর্থন করেছিল বসপাকে। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী শিবির এককাট্টা থাকতে পারেনি। খোদ বসপা থেকেই ক্রস ভোটিং হয়েছে বিজেপির পক্ষে। বসপা প্রার্থীকে হারিয়ে শেষ পর্যন্ত বিজেপি সমর্থিত অনিল অগ্রবালই জয়ী হয়েছেন।
আরও পড়ুন: বিরোধী জোটকে কটাক্ষ অমিতের
নবম আসনে এই জয় উল্লাস নিয়ে এসেছে বিজেপি শিবিরে। গোরক্ষপুর ও ফুলপুরে মর্যাদার লড়াইয়ে যে রকম অপ্রত্যাশিত হার হয়েছিল বিজেপির, রাজ্যসভা নির্বাচনে তার মধুর প্রতিশোধ নেওয়া গিয়েছে বলে মনে করছেন যোগী আদিত্যনাথরা। মায়াবতীর সমর্থন পেয়েই গোরক্ষপুর এবং ফুলপুরে জিতেছিলেন অখিলেশের প্রার্থীরা। এ বার অখিলেশের সমর্থন প্রাপ্ত মায়াবতীর প্রার্থীকে হারিয়ে উপযুক্ত ‘বদলা’ নেওয়া গিয়েছে বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন।
মায়াবতী শনিবারই তা নিয়ে মুখ খোলেন। সপা রাজ্যসভা নির্বাচনে বসপার প্রার্থীকে জেতাতে পারল না বলে বসপা-সপা জোট ভেঙে যাবে, এমনটা ভাবলে বিজেপি ভুল করবে বলে মায়াবতী মন্তব্য করেন। তিনি জানান, বসপা জোট বহাল রাখবে এবং ২০১৯ সালে বিজেপি-কে চড়া মূল্য চোকাতে বাধ্য করবে। রবিবার অখিলেশও একই কথা বললেন। রাজ্যসভায় এই পরাজয় সপা-বসপা ঐক্যকে আরও শক্তিশালী করল বলে অখিলেশ দাবি করলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy