সাতসকালে ছবির রাহুলকে জিলিপি খাওয়ানো হচ্ছিল কংগ্রেস দফতরে। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।
সকাল ৯টা। ঘণ্টাখানেক ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতাই ইঙ্গিত দিল, কপাল মন্দ হরিয়ানার শাসকদল বিজেপির। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরেও ‘পদ্ম’ শিবিরকে পিছনে ফেলে দিয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট।
২৪ আকবর রোডে এআইসিসির সদর দফতরের সামনে তত ক্ষণে শুরু হয়ে গিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। লাড্ডু বিতরণ, রাহুল গান্ধীর ছবিতে জিলিপি চড়ানো, ঢাক-ঢোলের আওয়াজে তখন পুরোদস্তুর বিজয়োৎসবের মেজাজ। ঘন ঘন উঠছে রাহুল, প্রিয়ঙ্কা গান্ধীর নামে জয়ধ্বনি।
কিন্তু সেই ছবিটা বদলে গেল বেলা ১০টা গড়াতেই। তত ক্ষণে হরিয়ানায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিজেপি। বুথফেরত সমীক্ষায় কংগ্রেসের বিপুল জয়ের পূর্বাভাস ভুল প্রমাণিত করে হিন্দি বলয়ের রাজ্যে তত ক্ষণে গণনার প্রবণতায় সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার পথে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। আস্তে আস্তে পাতলা হতে শুরু করল কংগ্রেস সদর দফতরের সামনের জমায়েত। ধীরে ধীরে ফিরে এল এক দশকের সেই চেনা ছবি। মোদী জমানায় গুটি কতক ব্যতিক্রম বাদ দিলে গণনার দিনেই শুনশান দৃশ্যেরই সাক্ষী হল ২৪ আকবর রোড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy