ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন সে দেশের প্রেসিডেন্ট থারমন শনমুগারত্নম। বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই সফর কেবল ছ’দশকের সম্পর্কের উদ্যাপনই নয়, দুই দেশের জন্য একটি সুযোগও৷
বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, দক্ষতার উন্নয়ন-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু দেশের তরফেই সহযোগিতা জোরদার করার চেষ্টা করা হবে। এই সফরে ওড়িশার উপরে বিশেষ নজর দেওয়া হবে। ১৭-১৮ জানুয়ারি থারমন ওড়িশা যাবেন। সিঙ্গাপুর দীর্ঘদিন ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গুজরাত এবং তামিলনাড়ুর সঙ্গে যুক্ত ছিল। এ বার ওড়িশার সঙ্গেও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তত করা হবে। সেখানে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার চিন্তাভাবনা রয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)