যে দিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। তুষারের চাদরে ঢাকা প্রান্তরে দাঁড়িয়ে আছে কালো রঙের এসইউভি গাড়ি। গাড়ির চালকের আসনে বসেছিলেন এক ব্যক্তি, মাথায় টুপি, গায়ে মোটা শীতপোশাক। এমন সময় গাড়ির জানলা দিয়ে লাফিয়ে ঢুকে পড়ল মূর্তিমান যম। বিশাল আকারের এক শার্দূল। আড়ে-বহরে সমান। জানলা গলে সটান ঝাঁপিয়ে পড়ল চালকের আসনে থাকা ওই ব্যক্তির ঘাড়ে। এমনই এক শিউরে ওঠা ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। রাশিয়া তুষারবৃত অঞ্চলে তোলা হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, বরফের চাদরের উপর দিয়ে দৌড়ে এসে বিশাকার একটি বাঘ ঢুকে পড়ল গাড়ির ভিতরে। ক্যামেরা গাড়ির অন্য দিকে ঘোরাতেই নজরে এল আরও একটি প্রকাণ্ড বাঘ গুটি গুটি এগোচ্ছে গাড়ির দিকে। সঙ্গীকে গাড়ির ভিতরে দেখে খোলা দরজা দিয়ে এক লাফে উঠে পড়ল গাড়িতে। তার পিছন পিছন এল আরও একটি। পিছনের আসনে তিনটি বাঘই বসে পড়ে। চালক নির্বিকার। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে তিনটি হিংস্র শ্বাপদকে নিয়ে বরফের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন ওই তরুণ। একটি বাঘের গলায় কলার দেখে বোঝা গিয়েছে সব ক'টি বাঘ আসলে তাঁর পোষা। ভিডিয়োটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে।
Only in Russia
— Nature is Amazingpic.twitter.com/N5GeDdsfYt
(@AMAZlNGNATURE) June 19, 2024