মাওবাদী দমনকারী বিশেষ বাহিনী কোবরায় তরুণ অফিসারের অভাব। সে কারণে ডেপুটি কমান্ডান্ট স্তরের অফিসারের বয়সসীমা বৃদ্ধি করল সিআরপিএফ। ৪৩ থেকে বৃদ্ধি করে এই বয়সসীমা করেছে ৪৫। এখন ৪৫ বছর বয়সি পর্যন্ত অফিসারের যোগ দিতে পারবেন কোবরায়। ওই বয়সে এক জন অফিসার কতটা শারীরিক ভাবে সক্ষম থাকবেন, উঠছে প্রশ্ন।
সিআরপিএফের তরফে জানানো হয়েছে, ৪৩ বছরের কমবয়সি যোগ্য ডেপুটি কমান্ডান্ট অফিসারের সংখ্যা যথেষ্ট নয়। সে কারণে বয়সের সীমা ৪৩ বছর থেকে বৃদ্ধি করে ৪৫ বছর করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সিআরপিএফের একটি অংশের আক্ষেপ ছিল, সময় মতো পদোন্নতি হয় না বলে অনেক তরুণ অফিসার কমান্ডান্ট হতে পারেন না। সেই আক্ষেপই এ বার কিছুটা কমবে। আরও বেশি বয়সি অফিসারদের নিয়োগ করবে সিআরপিএফ।
২০১৯ সালের আগে কোবরায় যোগ দিতে গেলে অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট অফিসারের বয়স ৩০ বছরের কম হতে হত। ২০১৯ সালের পর তা বাড়িয়ে ৪০ বছর করা হয়। একই ভাবে কোবরায় যোগ দিতে গেলে ডেপুটি কমান্ডান্ট অফিসারের বয়স ৩৮ বছরের বেশি হলে চলত না। এখন সেই ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৫ বছর করা হয়। কোবরার কাছে এখন বড় চ্যালেঞ্জ হল ওই বয়সেও শারীরিক সক্ষমতা ধরে রাখা।