এই ভিডিয়ো নিয়েই যাবতীয় বিতর্ক। ছবি: টুইটার।
উনুন জ্বালিয়ে রান্না করছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর স্ত্রী, পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রীও। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডলে দিয়ে জীবনসঙ্গিনীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কিন্তু এই ভিডিয়োও রাজনীতির ছোঁয়াচ এড়াতে পারল না। এই ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডলে রিটুইট করে বিজেপিকে ‘সরস’ আক্রমণ করল সে রাজ্যের প্রদেশ কংগ্রেস।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর স্ত্রীর পাশে বসে রয়েছেন। আর কয়েক জন সহযোগীকে নিয়ে মাটির উনুন জ্বালিয়ে রান্না করছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। এই ভিডিয়ো টুইট করেই শিবরাজ লেখেন, ‘‘শুভ বিবাহবার্ষিকী জীবনসঙ্গী।’’ এই ভিডিয়ো টুইট করে কংগ্রেসের খোঁচা, “চিন্তা করবেন না মামাজি, মুখ্যমন্ত্রী হিসাবে আপনার মেয়াদ ফুরিয়ে আসছে। শীঘ্রই মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্বে সরকার গড়বে কংগ্রেস। তখন আপনি মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন। আপনার স্ত্রীকে আর উনুনে রান্না করতে হবে না।” রাজ্য রাজনীতিতে শিবরাজ ‘মামা’ নামে পরিচিত।
গ্যাস সিলিন্ডারের উত্তরোত্তর দামবৃদ্ধি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিজেপিকে আক্রমণ করছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পাওয়া মহিলারাও টাকার অভাবে উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেছে কংগ্রেস। চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সে রাজ্যে ভোটের একাধিক বিষয়ের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিকেও তুলে আনতে চাইছে কংগ্রেস। সার্বিক প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে এই বিষয়টিও বিজেপির বিপদ বাড়াবে বলে মনে করছে কর্নাটক জয়ের পর প্রত্যয়ী কংগ্রেস। শিবরাজের ছেলে তথা বিজেপি নেতা কার্তিকেয় সিংহ চৌহান অবশ্য এই প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে জানিয়েছেন, কংগ্রেস ভালবাসা এবং সম্পর্কের গুরুত্ব বোঝে না। সবেতেই তারা রাজনীতি খোঁজে।
आदरणीय मामी जी !
— MP Congress (@INCMP) May 20, 2023
अब आपकी जल्द ही चूल्हा फूंकने की तकलीफ ख़त्म होने वाली है क्योंकि कमलनाथ जी के मुख्यमंत्री बनते ही आपको भी 500 में गैस सिलेंडर मिलेगा। https://t.co/Hb8j7KIiFq
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy