শাহিন বাগ নিয়ে তরজা বাড়ছে আপ এবং বিজেপির মধ্যে। ছবি: পিটিআই।
দিল্লি বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, শাহিন বাগ নিয়ে ততই তরজা বাড়ছে আপ এবং বিজেপির মধ্যে। নরেন্দ্র মোদী-অমিত শাহদের লক্ষ্য করে মঙ্গলবার একটি সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাত্কারে অরবিন্দ কেজরীবালের কটাক্ষ, “কেবল শাহিন বাগ ছাড়া বিজেপির আর বলার কিছু নেই।” অন্য দিকে, শনিবার দিল্লিতে তাঁর প্রথম প্রচার সভাতেই যোগী আদিত্যনাথের বক্তব্য ছিল, “দিল্লিবাসীকে পরিশ্রুত জল দিতে না পারলেও শাহিন বাগের বিক্ষোভকারীদের বিরিয়ানি খাওয়াতে পারেন অরবিন্দ (কেজরীবাল)।”
আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। ভোট-তরজা তুঙ্গে। বিজেপি শিবিরের বক্তব্য, শাহিন বাগকে শিখণ্ডী খাড়া করে ভোট-বৈতরণী পার হতে চাইছেন কেজরীবাল। অন্যদিকে মঙ্গলবার ওই সাক্ষাত্কারে দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেবলমাত্র শাহিন বাগকে কেন্দ্র করেই ভোটে লড়তে চান মোদী-শাহেরা। কারণ, তাঁদের কাছে অন্য কোনও ইস্যুই নেই। তাঁর কথায়, “বিজেপি অন্য কোনও বিষয়ে কথাই বলবে না। কারণ, তাদের কাছে অন্য কোনও বিষয়ে বলার মতো কথাই তো নেই! কেবলমাত্র শাহিন বাগ-শাহিন বাগ-শাহিন বাগ, হিন্দু-মুসলিম হিন্দু-মুসলিম হিন্দু-মুসলিম এবং পাকিস্তান-পাকিস্তান-পাকিস্তান... ওরা শুধু এটাই করে।”
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় প্রবল শীত উপেক্ষা করে দক্ষিণ দিল্লি শাহিন বাগের রাস্তায় গত ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর মহিলারা। ধীরে ধীরে সেই জমায়েতের বহর বেড়েছে। বিক্ষোভের মাত্রাও তীব্রতর হয়েছে। যা সা়ড়া ফেলেছে দেশে-বিদেশেও। স্বাভাবিক ভাবেই তা নিয়ে ভোট-বাক্সে ফায়দা তুলতে উঠেপড়ে লেগেছে রাজনৈতিক শিবিরে যুযুধান পক্ষ। এ নিয়ে বিজেপি তথা অমিত শাহকে আক্রমণ করতে ছাড়েননি কেজরীবাল। তিনি বলেন, “অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তো এতই শক্তিশালী। আপনাদের মনে হয় না, তিনি চাইলে (শাহিন বাগের প্রতিবাদীদের সরিয়ে) রাস্তা সাফ করতে পারেন? আসলে তিনি তা চান-ই না। তিনি চান, গোটা দিল্লির ভোটটা শাহিন বাগকে কেন্দ্র করে লড়তে।” শাহিন বাগের রাস্তা আটকে বিক্ষোভের জেরে তীব্র যানজটে দক্ষিণ দিল্লি থেকে নয়ডা যেতে অসুবিধার মুখে পড়েছেন বহু মানুষ। সেই প্রসঙ্গে কেজরীবালের চ্যালেঞ্জ, দিল্লি পুলিশের দখল তাঁর সরকারের হাতে থাকলে “দু’ঘণ্টার মধ্যেই শাহিন বাগের রাস্তা দখলমুক্ত” করতেন তিনি।
আরও পড়ুন: ‘দেশ ভাগের ষড়যন্ত্র’, শাহিন বাগ উচ্ছেদই চান মোদী
আরও পড়ুন: ‘মহাত্মা গাঁধীর নাম করিনি’, দুঃখপ্রকাশ না করেই বললেন বিজেপি সাংসদ
আপের মতোই শাহিন বাগ নিয়ে লড়াইয়ে পিছিয়ে নেই বিজেপিও। শনিবার পূর্ব দিল্লির করাবল নগর চক নির্বাচনী সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, দিল্লিবাসীদের উন্নয়নের বদলে শাহিন বাগের প্রতিবাদীদের বিরিয়ানি খাওয়াতেই বেশি ব্যস্ত কেজরী। যোগী বলেন, “কেজরীবাল মেট্রো চান না, পরিশ্রুত জল বা বিদ্যুত্ও চান না। তিনি কেবল শাহিন বাগ চান।” এর পর জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, “আপনারাই স্থির করুন, মেট্রো বা রাস্তা চান, না শাহিন বাগ?”সেই সঙ্গে কেজরীবালের বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “শাহিন বাগের বিক্ষোভকারীদের জন্য বিরিয়ানি আনতে পয়সা ঢালতে পারেন, কিন্তু উন্নয়নের জন্য পারেন না!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy