জঙ্গলে মহুয়া ফুল সংগ্রহ করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন এক প্রৌঢ়া। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি গ্রামে। মৃতার নাম জলেশ্বরী সিংহ।
স্থানীয় সূত্রে খবর, ৫৩ বছরের জলেশ্বরী বড়খাঁকড়ির কাঁথি গ্রামের বাসিন্দা। ভোরের আলো ফুটতেই তিনি বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে জঙ্গলে মহুয়া ফুল সংগ্রহক করতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ দুটি দাঁতাল হাতির সামনে পড়ে যান তিনি। হাতি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন প্রৌঢ়া। কিন্তু পারেননি। দুই হাতি তাকে ঘিরে ফেল। তাদের একটি শুঁড়ে তুলে নেয় জলেশ্বরীকে। মাটিতে আছাড় মারার পরে পা দিয়ে প্রৌঢ়ার মাথা থেঁতলে দেয় হাতিটি। ঘটনাস্থলেই মারা যান জলেশ্বরী।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর বন বিভাগের নয়াগ্রাম রেঞ্জের কর্মীরা। গিয়েছিল নয়াগ্রাম থানার পুলিশ। দেহ উদ্ধার করে আনা হয় গ্রামে। তার পর সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে পাঠানো হয়। মৃতার ছেলে সূর্যকান্ত সিংহ বলেন, ‘‘মা দু’টি হাতির সামনে পড়ে গিয়েছিল। হাতি দুটো দু’দিক থেকে ঘিরে ধরেছিল। একটি হাতি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারার পর পা দিয়ে মাথা থেঁতলে দেয় মায়ের। ওইখানেই মারা যায় মা।’’
আরও পড়ুন:
খড়্গপুর বন বিভাগের ডিএফও মণীষ যাদব বলেন, ‘‘মহুয়া ফুল সংগ্রহ করতে বা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে জঙ্গলে গিয়ে দলছুট হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। সরকারি নিয়ম অনুযায়ী ওঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’