এই ছবি ঘিরে শুরু বিতর্ক। ছবি: টুইটার।
মাখানো ময়দার তাল সাজানো রয়েছে প্লাস্টিকের পাত্রে। ওই ময়দায় তৈরি হবে নামী খাবারের দোকানের পিৎজা! কিন্তু তার একটি ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল। কারণ, ছবিতে দেখা যাচ্ছে, সেই ময়দার তালের উপর ঝুলে রয়েছে ঘর পরিষ্কার করার দু’টি ঝাড়ু!
সাহিল করনানি নামে এক ব্যক্তি এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন, তাঁর দাবি এটি বেঙ্গালুরুর একটি ডমিনোজ আউটলেটের ভিতরকার পরিস্থিতি। প্রশ্ন তুলেছেন, খাবারের গুণমান এবং সংস্থার দায়িত্ব নিয়ে। তিনি লেখেন, ‘এ ভাবে তাজা পিৎজা পরিবেশন করা হয়!’ যদিও এই দাবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
This is how @dominos_india serves us fresh Pizza! Very disgusted.
— Sahil Karnany (@sahilkarnany) July 24, 2022
Location: Bangalore @fssaiindia @MoHFW_INDIA @mla_sudhakar @mansukhmandviya #foodsafety pic.twitter.com/1geVVy8mP5
এর পর নেটমাধ্যমে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। তাঁদের অধিকাংশের মন্তব্য, এমন নামী সংস্থার খাবার তৈরির এ রকম ছবি দেখে তাঁরা হতাশ। এ ক্ষেত্রে অবহেলার ছাপ স্পষ্ট। সংশ্লিষ্ট আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। ওই অভিযোগের জবাবও এসেছে ডোমিনোজের তরফে।
appropriate measures will be rolled out.
— dominos_india (@dominos_india) August 14, 2022
Rest assured we remain committed to doing everything necessary towards ensuring the safety and well-being of our customers. (2/2)
তারা লিখেছে, সংস্থা তাদের মান লঙ্ঘনের বিষয়ে খুব কড়া। এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। টুইটে যোগ করা হয়েছে, ‘গ্রাহকদের নিরাপত্তা এবং খাবারের গুণমান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy