Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রায়ের কপি শুধু পেলেন আইনমন্ত্রী!

তার আগেই ওই রায়ের কপি দেখা গেল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাতে

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০২:৫১
Share: Save:

বিচারক লোয়া মামলায় আবেদনকারীরা সুপ্রিম কোর্টের রায়ের কপি পাননি। তাঁদের আইনজীবীরাও পাননি। সরকারি আইনজীবীর দফতরেও রায়ের কপি আসেনি। পাননি সাংবাদিকেরাও। তার আগেই ওই রায়ের কপি দেখা গেল কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হাতে।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘যখন আইনজীবী, সাংবাদিক, সাধারণ মানুষ রায়ের কপি হাতে পাচ্ছেন না, তখন আইনমন্ত্রী তা পেলেন কী করে! তারপরেও নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়ে এত বুলি!’’ রাত পর্যন্ত এ বিষয়ে কেন্দ্র বা বিজেপি’র তরফে কোনও মন্তব্য করা হয়নি।

প্রধান বিচারপতির বেঞ্চে আজ রায় ঘোষণা হয় সকাল সাড়ে ১০টায়। সাধারণত রায় ঘোষণার বেশ কিছু পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা দিয়ে দেওয়া হয়। মামলাকারী ও মামলায় অংশগ্রহণকারী আইনজীবীরা সিলমোহর দেওয়া রায়ের কপি পান। তাতেও সময় লাগে। কিন্তু এদিন রায় ঘোষণার পরেই ওয়েবসাইট হ্যাকড হয়ে যায়। ফলে কারও পক্ষে রায় দেখা সম্ভব ছিল না। এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ রায়ের কপি হাতে আইনমন্ত্রী বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করেন। অনুচ্ছেদ ধরে ধরে যুক্তি দেন। অন্যতম মামলাকারী তেহসিন পুনাওয়ালা বলেন, ‘‘আমি রায়ের কপি হাতে পাওয়ার আগে কীভাবে আইনমন্ত্রী তা পেলেন? আমি সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। তার জন্য আমাকে গ্রেফতার করা হয় তো হোক।’’

অন্য বিষয়গুলি:

Ravi Shankar Prasad Loya death case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE