বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন দিয়া কুমারী। ছবি: টুইটার
৯ বছরের প্রেম। তারপর বিয়ে। ২১ বছরের সংসার জীবন। স্ত্রী আবার রাজকন্যা এবং রাজনীতিবিদ। রয়েছে তিনটি সন্তান। এমনই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘিরে সরগরম রাজস্থানের রাজনৈতিক শিবর। গুঞ্জন আমজনতার মধ্যেও। বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন রাজকন্যা তথা সোয়াই মধেপুরের প্রাক্তন বিধায়ক দিয়া কুমারী।
বিভিন্ন সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই স্বামী নরেন্দ্র সিংহর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তার জন্য দু’জন আলাদা থাকছিলেন। অবশেষে মধ্যস্থতার মাধ্যমে দু’জনই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারায় মামলা দায়ের করেছেন দিয়া কুমারী। কয়েক সপ্তাহ পর মামলার শুনানি হবে।
সংবাদ মাধ্যমে দিয়া কুমারী জানিয়েছেন, দুই পরিবারের কথা চিন্তা করেই দু’পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করার আর্জিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: গুগল ম্যাপ দেখে ড্রাইভিং, ৩০ ফুট খাদের জলে পড়ল গাড়ি
দিয়া কুমারী রাজস্থানের সোয়াই মধেপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন। কিন্তু মাস খানেক আগেই প্রার্থী নির্বাচনের সময় তিনি জানিয়ে দেন, এবার ভোটে দাঁড়াবেন না। ফলে তাঁর জায়গায় নবাগত আশা মীনাকে প্রার্থী করে দল। বিজেপি সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ফের দিয়া কুমারীকে প্রার্থী করার কথা ভাবছে দল।
জয়পুরের মহারাজা সোয়াই ভবানী সিংহের কন্যা দিয়া। উল্টো দিকে সোয়াই মাধেপুরের সম্ভ্রান্ত পরিবারের সদস্য নরেন্দ্র সিংহ। এ হেন হাই প্রোফাইল পরিবারের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয় দু’জনের প্রেম দিয়ে। প্রায় ৯ বছর ধরে দু’জনের প্রেম পর্ব চলার পর ১৯৯৭ সালে বিয়ে হয়। দুই ছেলে এক মেয়ে রয়েছে দিয়া-নরেন্দ্রর।
আরও পড়ুন: দীপিকা না চাইলেও রিসেপশনে গিয়েছিলেন ক্যাটরিনা, তার পর...
১১ নভেম্বর চার রাজ্যের সঙ্গেই রাজস্থান বিধানসভার ভোটগণনা। সেই রাজনৈতিক উত্তেজনার মধ্যেও হাই প্রোফাইল এই দম্পতির সম্পর্ক ভাঙা নিয়েও চলছে জোর গুঞ্জন। প্রায় তিন দশকের সম্পর্ক ভেঙে কেন হঠাৎ দু’জন আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন, তার উত্তর খুঁজতে হাওয়ায় ঘুরছে অনেক জল্পনা-কল্পনাও।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy