Advertisement
০১ অক্টোবর ২০২৪

কৃষি-রোজগারে জোর, রাহুলের প্রচার আড্ডায়

কংগ্রেস সূত্রের খবর, গরিবদের জন্য ন্যূনতম আয় সুনিশ্চিত করা— এই একটি ঘোষণার পিছনে রয়েছে রাহুলের গত কয়েক মাসের আলোচনা ও অঙ্ক।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৯
Share: Save:

গরিবদের জন্য ন্যূনতম আয় ঘোষণা করে প্রথম তাসটি খেলেছেন রাহুল গাঁধী। আস্তিনে রয়েছে আরও অনেকগুলি।

কংগ্রেস সূত্রের খবর, গরিবদের জন্য ন্যূনতম আয় সুনিশ্চিত করা— এই একটি ঘোষণার পিছনে রয়েছে রাহুলের গত কয়েক মাসের আলোচনা ও অঙ্ক। তেমনই এ বারে রোজগার বৃদ্ধি, কৃষি সঙ্কট দূর করা আর শিক্ষা-স্বাস্থ্যে সরকারি কাঠামো মজবুত করার নীল নকশাও তৈরি হচ্ছে। প্রায় দেড়শোর বেশি বৈঠক করে ইস্তাহার তৈরির আলোচনা পর্ব প্রায় শেষ। এ বারে পি চিদম্বরমের নেতৃত্বে ইস্তাহার কমিটির শীর্ষ সদস্যদের সঙ্গে কথা বলে চূড়ান্ত রূপ দেবেন রাহুল। এর সঙ্গেই লোকসভা ভোটের জন্য রাহুলের অভিনব প্রচারের কর্মসূচিও তৈরি হচ্ছে। তারকাদের পাশাপাশি পেশাদারদের সঙ্গেও আড্ডায় বসবেন কংগ্রেস সভাপতি।

প্রিয়ঙ্কা যখন আজ আচমকা কংগ্রেস দফতরে চলে আসেন, ঠিক সেই সময়ই দিল্লিতে কংগ্রেসের ‘ওয়ার-রুম’-এ চলছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আগামিকালই দলের সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসছেন রাহুল। শনিবার বসবেন সব রাজ্যের সভাপতি ও পরিষদীয় দলনেতার সঙ্গে। পশ্চিমবঙ্গ থেকে সোমেন মিত্রের সঙ্গে আসছেন আবদুল মান্নানও। কাল সকালে দলের সংখ্যালঘু মোর্চার সম্মেলনেও যোগ দেবেন রাহুল।

আজ ওড়িশার সভায় রাহুল রোজগার, কৃষি-সঙ্কট নিরসনের কথা বলেছেন। উত্তরপ্রদেশের বেকারত্ব নিয়ে একটি টুইটও করেন। উত্তরপ্রদেশে পুলিশের চতুর্থ শ্রেণির ৬২টি পদের জন্য ৫০ হাজার স্নাতক, ২৮ হাজার স্নাতকোত্তর ও ৩৭০০ জন পিএইচডি প্রার্থী আবেদন করেছেন। রাজ্যের মন্ত্রীও কবুল করছেন, বেকারত্ব বেড়েছে। এই প্রেক্ষিতে রাহুল টুইটে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, ‘‘কৃষকেরা ঠিক দাম পান না, যুবকরা কাজ পান না। জুমলা-রাজার চৌপট হয়ে যাওয়া রাজত্বে কোনও কর্মযোগীর সম্মান মেলে না।’’ কংগ্রেসের ইস্তাহার কমিটির এক সদস্য বলেন, ‘‘যে কথাগুলি রাহুল আজ বলেছেন, সে সবেরই সমাধান থাকছে ইস্তাহারে। কংগ্রেস সভাপতি স্থির করে ফেলেছেন, সরকারে এলে অগ্রাধিকার কী হবে। দারিদ্র মোচনের জন্য সরকারি বিনিয়োগ কোন ক্ষেত্রে হবে।’’ দলের শীর্ষ স্তরের ওই নেতার মতে, ছোট ও মাঝারি শিল্পই সব থেকে বেশি রোজগার দেয়। জোর থাকবে তাতে। শিক্ষা-স্বাস্থ্যে বেসরকারি ক্ষেত্রে বাড়বাড়ন্ত হয়েছে, কিন্তু ধ্বসে পড়েছে সরকারি ক্ষেত্র।

কংগ্রেসের প্রচার কমিটি স্থির করেছে, নরেন্দ্র মোদীর মতো একতরফা নিজের ‘মন কি বাত’ বলে যাবেন না, রাহুল শুনবেনও। তার প্রচার চালানো হবে ‘আপনি বাত, রাহুল কে সাথ’ নামে। ঘরোয়া মেজাজে সম্প্রতি রাহুল যেটি করেছেন সাত জন পড়ুয়ার সঙ্গে। এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে বলিউডের তারকা, বিভিন্ন পেশার লোকজনের সঙ্গেও কথা হচ্ছে। ছোট ছোট গোষ্ঠীতে রাহুল শুনবেন সকলের কথা। জানাবেন কংগ্রেসের ভাবনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Rahul Gandhi Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE