আরোহী: স্কুটারের পিছনে কিরণ বেদী। ছবি: টুইটারের সৌজন্যে।
রাজাবাদশারা যেমন ঘোড়ার পিঠে চেপে ছদ্মবেশে নগর পরিদর্শনে বেরোতেন, এ-ও অনেকটা তেমনই। তবে যুগ বদলেছে, বদলেছে যানও। ঘোড়ার বদলে তাই দু’চাকার স্কুটারের পিছনে চেপেই রাতের শহর পরিদর্শন করতে বেরোলেন রাজ্যপাল কিরণ বেদী। লাল শালে ঢাকা মুখ। নেই কোনও অস্ত্রধারী নিরাপত্তারক্ষীও।
সাধারণের জন্য কতটা নিরাপদ রাতের পুদুচেরি। মহিলারাই বা কতটা সুরক্ষিত রাতের শহরে। কোনও প্রশাসনিক রিপোর্ট বা কারওর কথার তোয়াক্কা না করে শুক্রবার গভীর রাতে শহরের আনাচকানাচ নিজেই ঘুরে দেখলেন কিরণ বেদী।
রাতের রাস্তায় স্কুটারে করে ঘুরে ঘুরে নিজেই তদারকি করার পরে হোয়াটসঅ্যাপে বার্তা কিরণ বার্তা দিলেন, গভীর রাতেও মহিলাদের জন্যও যথেষ্ট সুরক্ষিত পুদুচেরি।
তবে তাতেই থামতে চাননি রাজ্যপাল। রাতের শহর ঘুরে তেমন কোনও সমস্যা চোখে না পড়লেও নিরাপত্তা আরও কঠোর ব্যবস্থা চান কিরণ। মহিলারা যাতে রাতবিরেতে নিজেদের আরও একটু সুরক্ষিত মনে করতে পারেন, তার জন্য পুলিশকে বেশ কিছু পদক্ষেপ করারও নির্দেশ দেন। টুইট করেও একই কথা জানিয়েছেন কিরণ। ভাইরাল হয়েছে কিরণ বেদীর সেই অভিযানের ছবিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy