Advertisement
২২ নভেম্বর ২০২৪
জি২০-র আগে উদ্বেগ
New Delhi

দিল্লির স্টেশনে খলিস্তানি স্লোগান

প্রগতি ময়দানেই জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠক হওয়ার কথা। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল দিল্লি পুলিশ তথা নরেন্দ্র মোদী সরকারের।

An image of erasing of slogans

মুছে দেওয়া হচ্ছে ‘দিল্লি বনেগা খলিস্তান’ স্লোগান। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ০৮:০০
Share: Save:

জি২০ শীর্ষ সম্মেলনের আগে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশনে ‘দিল্লি বনেগা খলিস্তান’ স্লোগান লিখল খলিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন। তাদের নেতা গুরুপতয়ন্ত সিংহ পান্নুন ভিডিয়োতে দাবি করেছেন, ‘‘প্রগতি ময়দানে জি২০ সম্মেলন ব্যাহত করার লড়াই শুরু হল। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও বার্তা দিচ্ছি। পঞ্জাব ভারতের অংশ নয়।’’ প্রগতি ময়দানেই জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠক হওয়ার কথা। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল দিল্লি পুলিশ তথা নরেন্দ্র মোদী সরকারের।

জি২০ শীর্ষ বৈঠক উপলক্ষে আপাতত সাজো সাজো রব রাজধানীতে। ওই শীর্ষ বৈঠক উপলক্ষে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর কয়েক দিন দিল্লিতে থাকার কথা। তারই মধ্যে আজ দিল্লির অন্তত পাঁচটি মেট্রো স্টেশনে দেখা যায় ‘দিল্লি বনেগা খলিস্তান’ স্লোগান। ঘটনার দায় স্বীকার করে ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের আমেরিকাবাসী নেতা গুরুপতয়ন্ত সিংহ পান্নুন বলেন, ‘‘প্রগতি ময়দানে জি২০ বৈঠক ব্যাহত করার লড়াই শুরু হল। মোদীই আমাদের লক্ষ্যবস্তু। পঞ্জাব ভারতের অংশ নয়। মোদীর ভারত শিখদের গণহত্যা চালাচ্ছে। দিল্লির মেট্রো স্টেশনগুলিতে স্লোগান লেখা হয়েছে। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বার্তা দিচ্ছি।’’ ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ বৈঠকের সময়ে খলিস্তানের দাবিতে খলিস্তানপন্থীরা কানাডায় ‘গণভোট’ নেবে বলে দাবি ‘শিখস ফর জাস্টিস’-এর। ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন ভারতে ইউএপিএ আইনের অধীনে নিষিদ্ধ। তারাই যে এই ঘটনার পিছনে রয়েছে, তা স্বীকার করেছে দিল্লি পুলিশও। তারা জানিয়েছে, এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্লোগান লেখা মেট্রো স্টেশনের ফুটেজও ওই সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পশ্চিম দিল্লির শিবাজি পার্ক, মাডিপুর, পশ্চিম বিহার, উদ্যোগ নগর, মহারাজা সুরজমল স্টেডিয়াম, নাঙ্গলোইয়ের গভর্নমেন্ট সর্বোদয় বাল বিদ্যালয়, পঞ্জাবি বাগ ও নাঙ্গলোই মেট্রো স্টেশন ও সেগুলির আশপাশের এলাকায় স্লোগান লিখেছে খলিস্তানপন্থীরা। মেট্রো স্টেশনের ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ফুটেজ পরীক্ষা করার জন্য মেট্রো স্টেশনগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর সাহায্য নিচ্ছেন দিল্লি পুলিশের গোয়েন্দারা।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জ্ঞানবন্ত নাইকের বক্তব্য, ‘‘নাঙ্গলোইয়ে স্লোগান লেখার কথা আমরা আজ সকাল ১১টায় জানতে পেরেছি। তদন্ত শুরু হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

protests Khalistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy