ছবি: টুইটার থেকে।
সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, তাঁর সরকার নিয়ম মেনে যে কোনও বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তার পরই পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি টুইটারে লেখেন, ‘আপনি নিজে বৈঠকে ৯ মিনিট ছিলেন।’
রবিবার সর্বদলীয় বৈঠকে মোট ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মোদী জানান, তাঁর সরকার কোনও রকমের আলোচনাকে ভয় পায় না। আলোচনার পরেই বিল পাশ করার চিন্তাভাবনা করছে তারা। আসন্ন অধিবেশনে মোট ৩০টি বিল পেশ করার পরিকল্পনা করেছে মোদী সরকার। সেই প্রসঙ্গেই এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পরে টুইট করেন মোদী। তিনি লেখেন, ‘সংসদে বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিলাম। আশা করছি একটি ফলপ্রসূ অধিবেশন হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সব বিষয়ে আলোচনা করব আমরা।’
Took part in the All-Party meeting before the start of Parliament’s Monsoon Session. We look forward to a productive session where all issues can be debated as well as discussed in a constructive manner. pic.twitter.com/0y7mECc684
— Narendra Modi (@narendramodi) July 18, 2021
Prime Minister, Sir. True. You did TAKE PART.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 18, 2021
The #Parliament meeting lasted for 2 hours and 40 minutes.
We had the pleasure of your company for 9 minutes.
You listened for 3 minutes.
Allowed the photographers/video cams in for 2 minutes.
And spoke to us for 4 minutes. https://t.co/oZhFrGjjiV
পাল্টা ডেরেক টুইটারে লেখেন, ‘সর্বদল বৈঠক চলেছে ২ ঘণ্টা ৪০ মিনিট। আমরা ওই বৈঠকে আপনাকে পেয়েছি মাত্র ৯ মিনিট। বক্তব্য শুনেছে মাত্র ৩ মিনিট। ছবি তুলেছেন ২ মিনিট ধরে। আর আমাদের সঙ্গে কথা বলেছেন মাত্র ৪ মিনিট।’
যদিও বিরোধীরা আসন্ন অধিবেশনে মূল্যবৃদ্ধি, দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে তৈরি। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল-সহ সব বিরোধী দলের নেতারা সংবাদমাধ্যম ও নেটমাধ্যমে মোদী সরকারের সমালোচনা করেছে। অধিবেশনেও সেই আক্রমণ জারি রাখতে চাইছে তারা।
মোদী ছাড়াও বৈঠকে বিজেপি-র তরফে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী প্রমুখ উপস্থিত ছিলেন। বিরোধীদের মধ্যে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা মল্লিকার্জুণ খাড়গে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও উপস্থিত ছিলেন বৈঠকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy