Advertisement
০৬ নভেম্বর ২০২৪
TMC

TMC: কোচবিহারে তৃণমূল জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি, বিজেপি-র মতে গোষ্ঠীদ্বন্দ্ব

এ বিষয়ে জেলা বিজেপি-র সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘জেলায় তৃণমূলের যা অবস্থা তাতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে।’’

পার্থপ্রতিম রায় (বাঁ দিকে), পার্থর বাড়ি (ডান দিকে)

পার্থপ্রতিম রায় (বাঁ দিকে), পার্থর বাড়ি (ডান দিকে) নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:৩৮
Share: Save:

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা। রবিবার দুপুর নাগাদ আচমকাই একটি মারুতি গাড়ি করে পাঁচ-ছ’জন দুষ্কৃতী তাঁর জিরানপুরের বাড়ির ভিতরে প্রবেশ করে গুলি চালায় বলে অভিযোগ।

জেলা সভাপতি পার্থর পৈতৃক বাড়ি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুরে। সেই বাড়িতে তাঁর বাবা-মা, দাদা-বৌদিরা থাকেন। কিন্তু তিনি তাঁর পরিবার নিয়ে কোচবিহারের গোলবাগান এলাকায় থাকেন। জিরানপুরের বাড়িতেই রবিবার হামলা চালায় দুষ্কৃতীরা।

এ বিষয়ে জেলা সভাপতি পার্থ বলেন, ‘‘ঘটনার কিছু পরেই বাবা আমাকে ফোন করেছিলেন। দুপুর নাগাদ মারুতি করে পাঁচ-ছ’জন দুষ্কৃতী আচমকাই বাড়ির ভিতরে প্রবেশ করে এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাড়ির কেউ আহত হননি। পুরো বিষয়টি নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানাব। জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমিও ধন্ধে আছি।’’

এ বিষয়ে জেলা বিজেপি-র সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘জেলায় তৃণমূলের যা অবস্থা তাতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে। মনে হচ্ছে, তার জেরেই জেলা সভাপতির বাড়িতে হামলা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।’’

অন্য বিষয়গুলি:

TMC attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE